গত ৩,৪ ও ৫ই আগষ্ট আনন্দমার্গের এক সেমিনার অনুষ্ঠিত হয়৷ ৩রা আগষ্ট তিনঘন্টাব্যাপী অখন্ড ‘বাবা নাম কেবলম্’ কীর্ত্তনের মধ্যে দিয়ে সেমিনারের শুভ সূচনা করা হয়৷ সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূমের বিশিষ্ট আনন্দমার্গী শ্রী অনিল কুমার পাত্র, বীরভূম জেলার এস.ডি.এম-এর ভুক্তিপ্রধান শ্রী মানবেন্দ্রনাথ ঘোষাল ও সেমিনারের মুখ্য প্রশিক্ষক আচার্য নির্মলশিবানন্দ অবধূত৷ সেমিনারের প্রথম দিন আচার্য নির্মল শিবানন্দ অবধূত ‘সংগ্রামে বৈপরীত্যং’ ও ‘ব্রহ্মসদ্ভাব’ বিষয়ের উপর সংক্ষেপে আলোকপাত করেন৷ আচার্য পরবিদ্যানন্দ অবধূত আনন্দমার্গের সাংঘটনিক বিষয়ের উপর বিশদভাবে আলোচনা করেন৷ অবধূতিকা আনন্দ চিতিসুধা আচার্যা ‘সামাজিক সুবিচার’ বিষয়ের উপর সংক্ষিপ্ত আলোচনা করেন৷ সেমিনারের দ্বিতীয় দিনে শিউড়ি শহরে কীর্ত্তন পরিক্রমা হয়৷ সমগ্র সেমিনারটির পরিচালনার দায়িত্বে ছিলেন আচার্য সৌম্যশুভানন্দ অবধূত, শ্রী সুশান্ত ঘোষ ও হৃদয় বাগদি৷
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়