এপ্রিল থেকে শুরু হচ্ছে আই পি এলের ধাঁচে অনুধর্ব ১৬ ফিউচার স্কুল ক্রিকেট টি-২০ চ্যাম্পিয়নশিপ মোট আটটি দল এই টুর্ণামেণ্টে খেলবে অনুধর্ব ১৬ ক্রিকেটাররা ডব্লুডব্লুডব্লুএএসসিসি.কো.ইন--- এই ওয়েবসাইটে নিজেদের বায়োডাটা দিয়ে ট্রায়ালের জন্যে আবেদন করতে পারে৷ নির্বাচিত হলে এই টুর্ণামেণ্টে অংশগ্রহণের সুযোগ থাকছে৷ মোট ১২০ জন খেলোয়াড়কে বাছা হবে৷ দীপ দাশগুপ্ত, শুভময় দাস, আবদুল মুয়েমদের উদ্যোগে এই অভিনব টুর্ণামেণ্ট অনুষ্ঠিত হবে৷ বাঙলার প্রাক্তন ক্রিকেটাররা মেণ্টর হিসাবে দলের সঙ্গে থাকবেন৷ উল্লেখ্য উৎপল চট্টোপাধ্যায় হয়েছেন বীরভূমের মেণ্টর মেদিনীপুরের শিবশঙ্কর পাল, হাওড়ার মলয় বন্দ্যোপাধ্যায়, কলকাতার শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, মুর্শিদাবাদের আই বি রায় দার্জিলিংয়ের মোর্তাজা লোধকর, হুগলীর সত্রাজিৎ লাহিড়ী, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণার অশোক মালহোত্রা মেণ্টর হিসেবে থাকছেন অর্থাৎ প্রখ্যাত খেলোয়াড়দের মূল্যবান টিপ্স ক্ষুদেরা এই টুর্ণামেণ্টের মাধ্যমে পাবে৷
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়