সমাজ সেবায়  আনন্দমার্গ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

আনন্দ নগর ঃ আনন্দমার্গ ধর্ম মহাসম্মেলনে আনন্দমার্গের সাধারণ সচিব আচার্য বীতমোহানন্দ  অবধূত তাঁর সান্মাসিক প্রতিবেদন পাঠের সময়  বলেন,  আনন্দমার্গ  এক আধ্যাত্মিক  ও বহুমুখী সমাজসেবামূলক  প্রতিষ্ঠান৷  বহুমুখী সমাজ সেবায়  নিয়োজিত আনন্দমার্গের  প্রধান শাখা---শিক্ষা ত্রাণ ও জনকল্যাণ বিভাগ Education,  Relief and  Welfare Section = ERAWS )-এর কাজর্মের এক সংক্ষিপ্ত বিবরণ দিতে গিয়ে তিনি বলেন---বর্তমানে আনন্দমার্গ পরিচালিত সুকলের সংখ্যা---ছেলেদের দ্বারা পরিচালিত - ৪৮৫টি (গত বছর পর্যন্ত) ও নোতুন ১০টি---মোট ৪৯৫টি৷ মহিলাদের দ্বারা পরিচালিত সুকল (গত বছর পর্যন্ত) ৯৯টি, নোতুন ১টি, মোট-১০০টি৷ ছেলে-মেয়ে নিয়ে মোট ৫৯৫টি৷ আনন্দমার্গের  হাইসুকলের সংখ্যা ১০ টি৷

ত্রাণ ঃ স্থায়ী ত্রাণকেন্দ্র হিসেবে আনন্দমার্গের  পক্ষ থেকে বিভিন্ন ‘স্থানে হোম’ খোলা হয়েছে৷

আনন্দমার্গ পরিচালিত চিল্ড্রেন্স্ হোম (অনাথ শিশুদের জন্যে)---

ছেলেদের জন্যে---২৪টি হোম৷ মেয়েদের জন্যে--৩৩টি হোম৷ মোট-৬৭টি হোম৷

এ্যামার্ট ঃ আনন্দমার্গ ইয়ূনিবার্র্সলের রিলিফ টিম বাংলাদেশের গত ২০১৭ সালের  নভেম্বর থেকে  রোহিঙ্গা উদ্বাস্তুদের  মধ্যে  ত্রাণকার্য চালাচ্ছে৷