সমাজের নারী নির্যাতন বন্ধ ও নারীর মর্যাদা প্রতিষ্ঠার দাবীতে গার্লস প্রাউটিষ্টের মিছিল ও স্মারকপত্র পেশ
নিজস্ব সংবাদদাতা, বনগাঁ ঃ সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারী নির্যাতন বন্ধ করা ও নারীর মর্যাদা প্রতিষ্ঠার দাবীতে গত ১০ এপ্রিল গার্লস প্রাউটিষ্টের বনগাঁ শাখার পক্ষ থেকে বনগাঁয় এক মিছিল বের হয়৷ সকাল ১০টায় বনগাঁর ত্রিকোণ পার্ক থেকে এই মিছিল বেরিয়ে মতিগঞ্জ, বাটার মোড়, কোর্ট মোড় হয়ে এসডিও অফিসে এসে পৌঁছয়৷ এখানে এসডিওর কাছে এক স্মারকলিপি পেশ করা হয়৷ এই স্মারকলিপিতে যে দাবীগুলি তুলে ধরা হয় তাদের মধ্যে ছিল---
(১) নারী নির্যাতনকারীদের কঠোর শাস্তি দিতে হবে ও প্রয়োজনে প্রচলিত আইন সংশোধন করতে হবে৷
(২) কর্মক্ষেত্রে নারীদের সুরক্ষার বিশেষ ব্যবস্থা করতে হবে৷
(৩) নারীদের আত্মরক্ষার্থে ও
শারীরিক–মানসিক বিকাশের জন্যে জুডো–ক্যারাটে সহ কৌষিকী নৃত্যের প্রশিক্ষণ দিতে হবে৷
(৪) প্রাথমিক শিক্ষকতার কাজে যাতে শুধু মেয়েদেরই নিয়োগ করা যায় তার ব্যবস্থা করতে হবে৷
(৫) সিনেমা, টিভি ও বিজ্ঞাপনে অনাবৃত নারীদেহ প্রদর্শন নিষিদ্ধ করতে হবে৷৷
(৬) সর্বোচ্চস্তর পর্যন্ত নারী–শিক্ষাকে বাধ্যতামূলক, অবৈতনিক ও অধ্যাত্ম–ভিত্তিক করে গড়ে তুলতে হবে৷
(৭) প্রতিটি নারীর প্রকৃত সামাজিক–র্থনৈতিক নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে৷
(৮) অপমানজনক কন্যা–সম্প্রদান রীতি ও পণ প্রথা কার্যতঃ নিষিদ্ধ করে সংশ্লিষ্ট আইন ভঙ্গকারীদের কঠোর শাস্তি দিতে হবে৷
স্মারকলিপি গ্রহণ করে মাননীয় মহকুমা আধিকারিক স্মারকলিপিতে প্রদত্ত দাবীগুলিকে সমর্থন জানান ও সেগুলিকে বাস্তবায়িত করতে তিনি সাধ্যমত চেষ্টা করবেন বলেি তনি আশ্বাস দেন৷ এসডিও অফিস থেকে মিছিল আবার ত্রিকোণ পার্কে ফিরে আসে এখানে সন্ধ্যা ছঁটা পর্যন্ত পথসভা অনুষ্ঠিত হয়৷ এই পথসভায় গার্লস প্রাউটিষ্টদের বিভিন্ন দাবীর ওপরে বক্তব্য রাখেন অবধূতিকা আনন্দ কৃষ্ণপ্রভা আচার্যা, অবধূতিকা আনন্দ গতিময়া আচার্যা, সাগরিকা পাল, নমিতা দেব, তনিমা বৈরাগী প্রমুখ৷ তাঁরা তাঁদের বক্তব্যে বলেন, সমাজে নারী-পুরুষের মধ্যে কো-অর্ডিনেটেড কো-অপারেশন বা বন্ধুত্বপূর্ণ সহযোগিতা থাকা উচিত, সাবর্ডিনেটেড কো-অপারেশন অর্থাৎ প্রভু-দাস সুলভ সহযোগিতা নয়৷