সমর্পণ

লেখক
প্রণবকান্তি দাশগুপ্ত

বার বার কেন হাত পাতো এসে

কি দেব তোমারে বলনা?

সবই তো তোমার তবু কেন করো

কাঙালপনার ছলনা?

রসে ভরা ফল, সুগন্ধি ফুল

সবুজ শস্যক্ষেত্র,

আকাশ-বাতাস যেদিকে তাকাই

ফেরাতে পারি না নেত্র৷

তোমার আলোয় আলোকিত ওই

চন্দ্র সূর্য গ্রহরা,

সারারাত ধরে কত শত তারা

দেয় যে আলোর মহড়া৷

সাগরের ঢেউ ওঠে আর নাবে

তোমার চরণ ধরতে,

পাহাড়ের চূড়া তোমারেই খোঁজে

চাহে না থাকিতে মর্ত্তে৷

গ্রহে গ্রহে আরো কত দেশ আছে

কি বিচিত্র সৃষ্টি---

তবে কেন আজ হে রাজাধিরাজ,

আমারই প্রতি দৃষ্টি?

দেব আমি আজ দেব এ হৃদয়

একটি মন্ত্রে জপিয়া

‘তব দ্রব্যংম’ হে জগৎগুরু,

তোমারই হস্তে সঁপিয়া৷