সমর্থকদের সঙ্গে ফুটবলারের হাতাহাতি তদন্ত করবে ফুটবল অ্যাসোসিয়েশন

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

এফ এ কাপের একটি ম্যাচে শেষ মুহূর্ত্তে গোল করে ম্যাচ জিতে নেয় উইগান দলটি৷ গোল করেন তাদের স্ট্রাইকার উইল গ্রিগ৷ হার মানতে হয় এফ এ কাপের সম্ভাব্য চ্যাম্পিয়ন ম্যাঞ্চেষ্টার সিটি৷ দলটি বেশ ভাল খেলে চলেছে৷ পেপ গুয়ার্দিওয়ালার প্রশিক্ষণে ম্যান-সিটি চ্যাম্পিয়ন্স লীগেও দারুন খেলছে৷ কিন্তু হঠাৎই ছন্দপতন৷ প্রায় অনামী দলের কাছে হার মানতে হলো৷ আর ঘটনার সূত্রপাত এখান থেকেই৷ ম্যাচ শেষে তখন জয়ী দলের সমর্থকেরা উৎসবে মেতেছে---তারা মাঠে নেমে পড়েছে৷ সেই সময় খেলোয়াড়রাও মাঠে৷ একে অন্যের সঙ্গে হাত মেলাচ্ছেন৷ এমন সময় ম্যাঞ্চেস্টার সিটি-র অ্যাগুয়েরার সঙ্গে উইগান সমর্থকদের সঙ্গে কথা-কাটাকাটি শুরু হয়৷ তারপর হাতাহাতি৷ অবস্থা এমনই হয় যে খেলোয়াড়দের নিরাপত্তা দিতে পুলিশকে হিমসিম খেতে হয়৷

উইগান চেয়ারম্যান ডেভিড শার্প জানিয়েছেন ফুটবল একটা আবেগপ্রবন খেলা৷ দল জেতায় উইগান সমর্থকরা অনেকটা আবেগপ্রবন হয়ে পড়ে৷ তবে মাঠে মারামারি, হাতাহাতি সমর্থনযোগ্য নয়৷ ম্যাচ শেষে ম্যান-সিটি ম্যানেজার পেপ গুয়ার্তিওয়ালাকে অনেকটা উত্তেজিত দেখায়৷ সিটির কর্মকর্তারাও জানিয়েছেন খুবই আক্রমণাত্মক ছিল উইগানের সমর্থকরা৷ খেলোয়াড়রা আক্রান্ত হওয়ার মত ঘটনাকে ম্যান ইউ ভক্তরা সহ্য করবে না৷ আমরা খেলতে গেছি, মারামারি, হাতাহাতি করতে যাই নি৷ সমস্ত ঘটনার তদন্ত চাই, দোষীদের শাস্তি চাই৷ সাংবাদিকরা ম্যান ইউ ম্যানেজারকে জিজ্ঞাসা করেন---বিরতির সময় বিপক্ষ কোচের সঙ্গে আপনার উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছিল৷ এটাই কি দর্শকদের মধ্যে উত্তেজনা ছড়ায় নি? এর উত্তরে গুয়ার্তিওয়ালা বলেন---কোনও উত্তপ্ত বাক্য বিনিময় হয়নি৷ খেলা সম্পর্কিত প্রশ্ণ ছাড়া অন্য প্রশ্ণ করবেন না৷ যাই হোক অ্যাসোসিয়েশন তদন্ত করবেন বলে কথা দিয়েছেন৷