লেখক
হিমাংশু মিস্ত্রী
তৃপ্তি ভরে করলে আহার,
যেমন ওঠে ঢেকুর,
‘সহজ পাঠে’ তেমন আমি
পড়ি রবিঠাকুর৷
কত আছে গল্প নাটক
গান কবিতা ছড়া,
বাচ্চু বুবাই পড়ে সবাই
দারুণ মিঠে-কড়া৷
গোরুর গাড়ী বংশীবদন
বক্সিগঞ্জের হাট,
পদ্মানদী পার হয়ে যাই
শিলাইদহের ঘাট৷
পাঁচমুড়ো সে পাহাড় দেখে
ফিরছি বাড়ীর পথে,
এমন সময় দেখা হ’ল
কাবুলিওয়ালার সাথে৷
ক্ষান্তবুড়ির দিদিশ্বাশুড়ি
বললে তখন গিয়ে---
শাড়ীগুলো রোদ্দুরে মেল
ভূবনডাঙ্গায় নিয়ে৷
ভাবছি বসে রাজার চিঠি
আসতে ক’দিন বাকী?
তাই তো আমি সকাল থেকে
জানলা খুলে রাখি৷
- Log in to post comments