সমস্ত আনন্দমার্গ হাইস্কুলের মাধ্যমিক  পরীক্ষায় ১০০% উত্তীর্ণ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

 দেশের  সবচেয়ে দরিদ্র এলাকায় অবস্থিত অতি দরিদ্র পরিবারের ছেলেমেয়েদের সুশিক্ষার উদ্দেশ্যে স্থাপিত আনন্দমার্গ হাই স্কুলগুলির এবারের মাধ্যমিক পরীক্ষার ফলাফলের খুব উৎসাহব্যঞ্জক৷

 

পুরুলিয়ার প্রত্যন্তে অবস্থিত আনন্দনগরের  আনন্দমার্গ হাইস্কুলের পক্ষ থেকে এবার ১৩৩ জন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল তারমধ্যে ১৩৩ জনই উত্তীর্ণ হয়েছে৷ এরমধ্যে প্রথম বিভাগে পাশ করেছে ৪৬ জন, দ্বিতীয় বিভাগে ৫৬ বাকিরা তৃতীয় বিভাগে পাশ করেছে৷

উমনিবাস থেকে আমাদের সংবাদদাতা জানাচ্ছেন এখানকার হাইসুকলের পক্ষ থেকে এবার ১৪ ছাত্রা পরীক্ষা দিয়েছিল৷ তাদের সবাই পাশ করেছে৷

ওড়িশার ফুলাড়ি আনন্দমার্গ হাইসুকলের পক্ষ থেকে এবার ১৭ জন পরীক্ষা দিয়েছিল,তাদের মধ্য থেকে ১৪ জন প্রথম বিভাগেও  জন দ্বিতীয়  বিভাগে উত্তীর্ণ হয়েছে৷ 

চাকুলিয়া (ঝাড়খন্ডআনন্দমার্গ হাইস্কুল থেকে ২৪ জন এবারে  পরীক্ষা দিয়েছিল তাদের  সবাই ১ম বিভাগে উত্তীর্ণ হয়েছে৷ শিলচরে মহিলা পরিচালিত আনন্দমার্গ সুকলে এবার ৯জন পরীক্ষা দিয়েছিল সবাই ১ম বিভাগে পাশ করেছে৷ তারমধ্যে ৩জন ষ্টারমার্ক পেয়েছে৷