সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ২রা এপ্রিল উত্তর ২৪ পরগণার সন্দেশখালি আনন্দমার্গ স্কুলে আনন্দমার্গের এক সেমিনারের আয়োজন করা হয়৷ে অখণ্ড কীর্ত্তন ও মিলিত সাধনার পর সেমিনার শুরু হয়৷ উত্তর ২৪ পরগণার বিভিন্ন ব্লক থেকে ৭৫ জন আনন্দমার্গী এই সেমিনারে যোগ দেন৷ সেমিনারে এই জেলার ভুক্তিপ্রধান শ্রীসন্তোষ বিশ্বাস আনন্দমার্গ দর্শনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন৷ এরপর ডাঃ নির্মল পাল পরবর্তী পর্যায়ের সেমিনার -গুলির স্থান ও তারিখ ঘোষণা করেন৷ পরে আচার্য প্রমথেশানন্দ অবধুত গুরুতত্ত্ব ও ভক্তি মাহাত্ম্যের ওপর বক্তব্য রাখেন৷ এরপর ভুক্তি কমিটির মিটিংয়ে এই মাষ্টার ইয়ূনিটটির উন্নয়ন সম্পর্কে আলোচনা হয় ৷