সোহাগ আদর

লেখক
আচার্য গুরুদত্তানন্দ অবধূত

আদর খেতে ভালবাসি

তাতেই ফোটে হাসি

চারিধারে প্রীতির মেলা

যেন রাশি রাশি৷

মায়ের বুকে অতিসুখে

করি আমি খেলা

ভাই বোনেরা ঘিরে থাকে

ফুরায় নাক বেলা৷

পিতার শাসন প্রিয় অতি,

আশীষ কান মলা

কতভাবে তালিম সে যে

যায়না সে বলা৷

গুরুজনের  স্নেহ সে যে

যোগায় মনে বল

জীবন জ্যোতি প্রিয় অতি

নাশে হলাহল৷