১) গত ২রা মার্চ বীরভূম জেলার রামপুরহাট শহরে নিশ্চিন্তপুরের বাসিন্দা গোপাল চন্দ্র সাহা রাত ৯টায় ব্রেইন স্ট্রোকে পরলোক গমন করেন৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর৷ প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে গোপাল চন্দ্র সাহা ত্রিপুরা রাজ্যের তেলিয়ামুড়ার জয়নগরে খোয়াই নদীর পাড়ে ১৯৫৯ সালে অক্টোবর মাসের ২২শে অক্টোব তারিখে জন্মগ্রহণ করেন৷ ভীষণ অর্থাভাবের মধ্যেও অধ্যবসায়, নিষ্ঠা ও একাগ্রতায় ১৯৮১ সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে বি এ পাশ করেন৷ তিনি ছিলেন একজন নিষ্ঠাবান সমাজসেবী, পরোপকারী ও অতিথি পরায়ণ৷ গত ৭ই মার্চ ২০১৭ তাঁর নিজস্ব বাসভবনে স্থানীয় মার্গীরা মিলিত ঈশ্বর প্রণিধান করার পরে মার্গীয় বিধিতে তাঁর শ্রাদ্ধানুষ্ঠান হয়৷ আচার্য মিতাক্ষরানন্দ অবধূত পৌরোহিত্য করেন৷ জহরলাল সাহা, গৌরাঙ্গ রুদ্র পাল, অবধূতিকা আনন্দ প্রজ্ঞাধীশা আচার্যা, অবধূতিকা আনন্দ তন্ময়া আচার্যা প্রমুখ তাঁর শ্রাদ্ধানুষ্ঠানে উপস্থিত ছিলেন৷
২) গত ২রা মার্চ বীরভূম জেলার রামপুরহাট শহরে নিশ্চিন্তপুরের বাসিন্দা গোপাল চন্দ্র সাহা রাত ৯টায় ব্রেইন স্ট্রোকে পরলোক গমন করেন৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর৷ প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে গোপাল চন্দ্র সাহা ত্রিপুরা রাজ্যের তেলিয়ামুড়ার জয়নগরে খোয়াই নদীর পাড়ে ১৯৫৯ সালে অক্টোবর মাসের ২২শে অক্টোব তারিখে জন্মগ্রহণ করেন৷ ভীষণ অর্থাভাবের মধ্যেও অধ্যবসায়, নিষ্ঠা ও একাগ্রতায় ১৯৮১ সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে বি এ পাশ করেন৷ তিনি ছিলেন একজন নিষ্ঠাবান সমাজসেবী, পরোপকারী ও অতিথি পরায়ণ৷ গত ৭ই মার্চ ২০১৭ তাঁর নিজস্ব বাসভবনে স্থানীয় মার্গীরা মিলিত ঈশ্বর প্রণিধান করার পরে মার্গীয় বিধিতে তাঁর শ্রাদ্ধানুষ্ঠান হয়৷ আচার্য মিতাক্ষরানন্দ অবধূত পৌরোহিত্য করেন৷ জহরলাল সাহা, গৌরাঙ্গ রুদ্র পাল, অবধূতিকা আনন্দ প্রজ্ঞাধীশা আচার্যা, অবধূতিকা আনন্দ তন্ময়া আচার্যা প্রমুখ তাঁর শ্রাদ্ধানুষ্ঠানে উপস্থিত ছিলেন৷