গত ১১ই জানুয়ারী দক্ষিণ ২৪ পরগণার সোনারপুরে গালর্স প্রাউটিষ্ট (জি.পি)-এর তরফ থেকে সমাজে ক্রমবর্ধমান নারী নির্র্যতনের প্রতিবাদে ও নারীর স্বাধিকার প্রতিষ্ঠার দাবীতে এক বর্র্ণঢ্য মিছিল, পথসভা ও স্থানীয় বি.ডি.ও’র কাছে স্মারকপত্র পেশ করা হয়৷ স্মারকপত্রে দাবী করা হয় ঃ---(১) মেয়েদের জন্যে শিক্ষার সর্বনিম্ন স্তর থেকে সর্র্বেচ্চস্তর পর্যন্ত সর্বক্ষেত্রেই অবৈতনিক শিক্ষা চালু করতে হবে, (২) সামাজিক , শিক্ষাগত ও ধর্মমতের ক্ষেত্রে নারী-পুরুষের মধ্যে সর্বপ্রকার বৈষম্যের অবসান ঘটাতে হবে, (৩) সমস্ত মেয়েদের সামাজিক-অর্থনৈতিক নিরাপত্তার ব্যবস্থা করতে হবে ইত্যাদি৷
মিছিলের পর আয়োজিত পথ সভায় জিপি’র আদর্শের ওপর বক্তব্য রাখেন অনিতা চন্দ, সাগরিকা পাল, অবধূতিকা আনন্দ গতিময়া আচার্যা, অবধূতিকা আনন্দ কৃষ্ণপ্রভা আচার্যা প্রমুখ৷ তাঁরা বিবাহে পণপ্রথা, বিভিন্ন ক্ষেত্রে নারী ও পুরুষের অধিকার বৈষম্য প্রভৃতিক তীব্র প্রতিবাদ করেন৷ তাঁরা বলেন, সমাজে নারী-পুরুষের সম্পর্ক হওয়া উচিত ‘কো-অর্ডিনেটেড কো-অপারেশন’ (বন্ধুত্বমূলক সহযোগিতা) ভিত্তিক, সাবর্ডিনেটেড কো-অপারেশন (প্রভু-দাস সম্পর্ক সুলভ সহযোগিতা) ভিত্তিক নয়৷