লেখক
শিবরাম চক্রবর্ত্তী
শ্রাবণ মাসে দূর আকাশে
তোমারই ইচ্ছায়
ঘোর কালো মেঘের দলও
সূর্যেরে ঢেকে দেয়৷
শ্রাবণ মাসে বর্ষণ আসে
তোমার কৃপাতে
বর্ষার জলে চাষীরা মিলে
চাষ করে আনন্দে৷
শ্রাবণ মাসে তরুর তলে
এসে যখন দাঁড়াবে
বৃষ্টির ধারা তোমার গায়ে
একটুও না পড়বে৷
শ্রাবণ মাসে মায়ের কাছে
দৌড়ে গিয়ে সোজা
মুঠো ভরা তালের বড়া
খেতে বড় মজা৷৷
- Log in to post comments