শ্রাবণী পূর্ণিমা তিথি

লেখক
শ্রীপথিক

শ্রাবণী পূর্ণিমা তিথি

সদ্গুরু রূপে  আবির্ভূত

                হলেন আনন্দমূর্ত্তি

কালীডাকাত মন্ত্র পেল

                ছাড়ল ডাকাতি

আজকে যারা বিপথগামী

                তাদের আকুতি

মোদের জীবনে আলো দাও

                ঘুচুক আঁধার রাতি৷

                জীবন বেসুর৷৷

c

 

খোকার ডিমাণ্ড

শ্রীহীন

এই যে খোকা কি হয়েছে

                কাঁদছো কেন এত

কেউ কি তোমায় খুব বকেছে

                দোষ করেছো কত?

কেন রে সোনা আবার কাঁদো

                শরীরটা কি খারাপ,

পেটের ব্যামো? কপাল ব্যথা?

                জ্বর এসেছে? খুব তাপ?

প্রশ্ণ শুণে খোকার মা

                বলেন একটু হেসে,

কী যে বলি ডিমাণ্ড করছে

                এখনি এই বয়সে৷

কী এমন ডিমাণ্ড শুণি

                কিসে গলবে মন,

মা বলেন চাইছে খোকা

                ফোর-জি মোবাইল ফোন৷