দেশ বরেণ্য মহামান্য গুণে গরীয়ান
দেশের জন্য নানাদিকে আছে যাঁদের দান৷
বীর বাঙালী বঙ্গসেনা বালক ক্ষুদিরাম,
ভারতবাসী কেউ কখনো ভুলবেনা তাঁর নাম৷
বিনয়–বাদল–দীনেশ সবাই অগ্রগণ্য,
দেশের জন্য জীবন দিয়ে এঁরাই হলেন ধন্য৷
মাষ্টারদা সূর্যসেন আর তীতু–মাতঙ্গিনী,
আজও এঁদের ত্যাগের কথা ভুলতে পারিনি৷
গান্ধী–সুভাষ–অরবিন্দ্,
স্বাধীনতার জন্য এঁরা সব ছিলেন তৎপর৷
রফিক–শফিক–সালাম মিলে,
ভাষার জন্য জীবন দিয়ে স্বর্গে গেলেন চলে৷
বঙ্গবন্ধু–বীরেন্দ্র আর রাজীব–ভারতমাতা,
সন্ত্রাসীদের শিকার হলেন এসব মহান নেতা৷
বিদ্যাসাগর–রামমোহ রায় আর বিবেকানন্দ,
দেশের সেবায় এক হলেন সব ভুলে দ্বিধাদ্বন্দ্ব৷
জগদীশ বসু–প্রফুল্ল রায়–সত্যেন–সি. ভি. রামন,
বিজ্ঞানের সেবক এঁরা, করি এঁদের স্মরণ৷
মধুসূদন–বঙ্কিমচন্দ্র,
এঁরা সবার মনের মাঝে নিত্যই করেন বাস৷
জীবনানন্দ–সুকান্ত আর দিজেন্দ্র–নজরুল,
এঁদের কথা রাখতে মনে কেউ করেনা ভুল৷
রজনীকান্ত–সত্যেন্দ্র্,
ছন্দে–গানে বিশ্বে এঁদের জুড়ি মেলা ভার৷
মীর মশারফ–জসীমুদ্দিন,
সবাই এঁরা ক’রে গেছেন সাহিত্যেরই সেবা
নোবেল জয়ী কবিগুরুর প্রণাম জানাই পায়,
এমনি আরও কত মহান আছেন দুনিয়ায়৷
কীর্তি যাঁদের, তাঁরাই তো পান হৃদয় মাঝে ঠাঁই,
শ্রেষ্ঠ যাঁরা সৃষ্টি মাঝে, তাঁদেরই গুণ গাই৷
- Log in to post comments