শ্রীরামপুর, ২৯শে এপ্রিল ঃ হুগলী জেলার শ্রীরামপুর আনন্দমার্গ স্কুলে আনন্দমার্গের প্রবর্ত্তক শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী ৯৮-তম শুভ জন্মদিন সাড়ম্বরে পালিত হয়৷ সকালে স্থানীয় আনন্দমার্গের অনুগামীরা, স্কুলের শিক্ষক ও কর্মিবৃন্দ উপস্থিত হয়ে তাঁর প্রতি শ্রদ্ধা জানান৷ সমবেত ভক্তবৃন্দের প্রভাতসঙ্গীত, কীর্ত্তন ও সাধনার পর আনন্দপূর্ণিমা ২০১৮-র বাণী পাঠ করেন প্রবীণ আনন্দমার্গী শ্রীপ্রভাত খাঁ৷ তিনি বর্তমান যুগসন্ধিক্ষণে আনন্দবাণীর গুরুত্ব ও তাৎপর্য ব্যাখ্যা করেন৷ তিনি বলেন আমাদের সকলের মিলিত প্রচেষ্টায় এক বিশ্ব ভিত্তিক মানব পরিবার গড়ে তুলতে হবে৷ আনন্দমার্গের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জনগণের মধ্যে প্রচার করতে হবে৷ তিনি বলেন, সেবার মধ্যে দিয়ে আনন্দমার্গকে এগিয়ে নিয়ে যেতে হবে৷ তিনি দাতব্য চিকিৎসালয়, প্রভাত সঙ্গীতের প্রচার প্রভৃতি ছাড়াও সুস্থ সমাজ ঘঠনে আনন্দমার্গের বহুমুখী কর্মযজ্ঞের ব্যাখ্যা করেন৷
অনুষ্ঠান শেষে সকলের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়৷