শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী পদার্পণ দিবস উদ্যাপন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১লা মার্চ দোলপূর্ণিমায় বীরভূম জেলার ময়ূরেশ্বর থানার আমড়া গ্রামে শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী পদার্পণ দিবস পালিত হয়৷ ১৯৫৯ সালের দোলপূর্ণিমা তিথিতে আমড়া গ্রামের ধূলি পবিত্র হয় ভগবান শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর আগমনে, তাঁর শ্রীচরণস্পর্শে৷ তিনি আমড়া গ্রামে সেই সময় ধর্মমহাচক্রে করেন৷

সেই দিনটিকে স্মরণে রেখে প্রতি বছরের ন্যায় এবছরে আমড়া গ্রামে তিনঘন্টাব্যাপী অখন্ডকীর্ত্তন ,কীর্ত্তনসহ গ্রাম পরিক্রমা ও শেষে মিলিত সাধনা হয়৷ স্বাধ্যায় শেষে সেই দিনটির মাহাত্ম্য সম্বন্ধে বলেন বীরভূমের ভূক্তিপ্রধান শ্রী কেশবচন্দ্র সিন্হা৷ আচার্য্য প্রসূনানন্দ অবধূত বাবার দিব্যলীলা সম্পর্কিত অনেক কাহিনী শোনান৷ সবশেষে মিলিত আহার ও নারায়ণসেবার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়৷