সুইসব্যাঙ্কে ভারতীয় জমা  টাকার  ৫০ শতাংশ বৃদ্ধি

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

সুইস ন্যাশন্যাল ব্যাঙ্কের তরফে  প্রকাশিত  এক রিপোর্ট থেকে জানা গেছে,  এই ব্যাঙ্কে ভারতীয় জমা  টাকা ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে৷ ওই  রিপোর্টে বলা হয়েছে, ভারতীয়রা যে পরিমাণ  টাকা জমা করেছে তার পরিমাণ  এক লাফে  বেড়ে ২০১৭ সালে সুইসফ্রাঙ্কসের  হিসেবে ১.০১ বিলিয়ন  হয়েছে, ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ৭০০০ কোটি  টাকা৷

অথচ ২০১৪ সালে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রীর আসনে বসে ঘোষণা  করেছিলেন, সুইসব্যাঙ্কের কালো  টাকা অবিলম্বে ফিরিয়ে আনবেন৷ শুধু তাই নয়,  ওই টাকা থেকে প্রত্যেক  ভারতীয়ের  এ্যাকাউন্টে ১৫ লাখ টাকা  করে জমা  দেওয়া হবে৷

কিন্তু সুইসব্যাঙ্কের  টাকা ফেরা তো দূরের কথা  সুইসব্যাঙ্কে ভারতীয়দের জমা করা কালোটাকা ৫০ শতাংশ বেড়ে গেল৷  আর এদেশে  ভারতীয়দের  ব্যাঙ্কে  সুইসব্যাঙ্ক থেকে  ফিরিয়ে আনা ১টাকাও জমা পড়ল না৷  বোঝা গেল, পুরোটাই ভাঁওতা৷