সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জেএসখেহর বলেছেন, অযোধ্যার রামমন্দির ইসূ্য অত্যন্ত সংবেদনশীল ও স্পর্শকাতর৷ এই ইসূ্যটিকে আদালতের বাইরে সংশ্লিষ্ট সকলে বসে আলোচনার মাধ্যমে মিমাংসা করাটাই সবচেয়ে ভাল৷ প্রয়োজনে সুপ্রিম কোর্টের তরফ থেকে কাউকে মধ্যস্থতাকারী ঠিক করে দেবে৷ প্রয়োজনে তিনি নিজেও মধ্যস্থ হতে রাজী আছেন৷ শীর্ষ আদালতের এই পরামর্শে সর্বত্র বিপুল চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷ সুপ্রিম কোর্টের এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন উত্তরপ্রদেশের নব নির্বাচিত মুখ্যমন্ত্রী৷ যোগী আদিত্যনাথ কেন্দ্রীয় সরকারের তরফেও এই প্রস্তাবকে স্বাগত জানানো হয়েছে৷
বাবরি মসজিদ অ্যাকশান কমিটির যুগ্ম আহ্বায়ক সৈয়দ কাশিম ইলিয়াসের বক্তব্য, এ নিয়ে আগে অনেক আলোচনা হয়েছে, কিন্তু ফল কিছুই হয়নি৷ কমিটির অন্য এক আহ্বায়ক আবার বলেছেন, প্রধান বিচারপতি মধ্যস্থতা করলে সেই প্রক্রিয়ায় বৈধতা থাকতে পারে৷
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়