শ্যামনগর  আনন্দমার্গ  আশ্রমে শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী  পদার্পণ দিবস পালন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২০শে জুলাই শ্যামনগরের আনন্দমার্গ আশ্রমে শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী শুভ পদার্পণ দিবস পালিত হয়৷  সকাল ৭-৩০ থেকে  দুপুর ১-৩০ পর্যন্ত  অখন্ড ‘‘বাবা নাম কেবলম্’’ সংকীর্ত্তন অনুষ্ঠিত  হয়৷  গুরুপূজা ও স্ব্যাধায়ের পর আনন্দমার্গীরা নগর কীর্ত্তন বের করেন  ও  শহরের বিভিন্ন রাস্তাতে কীর্ত্তন সহকারে  পরিক্রমা করেন৷ 

উল্লেখ্য , বাবা  ১৯৬৮ সালের  ২০শে জুলাই  শ্যামনগরে ধর্মমহাচক্র করেছিলেন৷ সেদিনের স্মৃতিচারণা করে  বক্তব্য রাখেন  শ্রী দীনেশ বিশ্বাস ও শ্রী মোহন অধিকারী ৷ এছাড়াও আনন্দমার্গের আদর্শ ও ‘বাবা’র ওপর বক্তব্য রাখেন অবধূতিকা  আনন্দ নিরুক্তা আচার্র্য৷ সমস্ত অনুষ্ঠানটির পরিচালনার দায়িত্বে ছিলেন শ্রী সন্তোষ কুমার  বিশ্বাস৷