টাটানগরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

সময়

নিজস্ব সংবাদদাতা, টাটানগর ঃ গত ২১শে ফেব্রুয়ারী টাটানগরে আমরা বাঙালী ঝাড়খণ্ড শাখার পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়৷ এই উপলক্ষ্যে এদিন আমরা বাঙালী ও বাঙালী বাহিনীর পক্ষ থেকে সাক্চী আমবাগান থেকে এক শোভাযাত্রা বের হয়ে প্রথমে ডিসি অফিসে যায়৷ এখানে আমরা বাঙালীর পক্ষ থেকে ডিসি অফিসে এক স্মারকপত্র পেশ করা হয়৷ এই স্মারকলিপিতে দাবী করা হয়ঃ বাংলা ভাষাকে ঝাড়খণ্ডের প্রধান রাজভাষা করতে হবে, স্কুল, কলেজে বাংলা মাধ্যমে পঠন-পাঠনের ব্যবস্থা করতে হবে, সরকারী ও বেসরকারী কাজকর্ম বাংলাভাষায় করতে হবে ইত্যাদি৷ এরপর এখান থেকে মিছিল পুরুলিয়া বাসস্ট্যাণ্ড হয়ে সাকচী গোলচক্রে আসে৷ এখানে আগে থেকেই মঞ্চ প্রস্তুত ছিল৷ এখানে মাতৃভাষা দিবস পালন উপলক্ষ্যে সাংসৃকতিক অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে বিভিন্ন বক্তা আমরা বাঙালীর দাবীর ওপর বক্তব্য রাখেন বক্তব্য রাখেন আশীষ নাগ চউধুরী, রেখা মাহাত, অঙ্গদ মাহাত, বিভূতি দত্ত, পরমানন্দ মাহাত, ঊষারাণী মাহাত, বুদ্ধেশ্বর মাহাত প্রমুখ৷ এই অনুষ্ঠান পরিচালনার মুখ্য দায়িত্বে ছিলেন সুনীল কুমার মাহাত৷