টেস্ট ranking য়ে পিছিয়ে পড়লেন বিরাট

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

কয়েকদিন আগেও পর্যন্ত টেস্ট ranking য়ে শীর্ষস্থানে ছিলেন বিরাট, এমনকি অষ্ট্রেলিয়ার প্রাক্তণ অধিনায়ককেও পিছনে ফেলে দিয়েছিলেন তিনি, কিন্তু এখন তার স্থান আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনেকদিন বাইরে থাকা খেলোয়াড় স্টিভ স্মিথেরও নীচে৷ কারণ একটাই তার টেস্টে খারাপ ব্যাটিং প্রদর্শন, তাঁকে নামিয়ে দিয়েছে দু’নম্বরে৷ ইংল্যাণ্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি তাকে পৌছে দিয়েছিল শীর্ষে৷ কিন্তু তাঁর ব্যাটিং ফর্ম এতটাই খারাপ হয়ে গেছে যে একজন বল বিকৃতি কাণ্ডে নাম জড়িয়ে নির্বাসিত স্মিথও এখন তাঁর থেকে র্যাঙ্কিংয়ে এগিয়ে ৷

দ্বিতীয় টেস্টে লর্ডসে কোহালির ব্যাট থেকে দুই ইনিংসে এসেছে ২৩ ও ১৭৷ ১০৭ ও ১৩০ রানে শেষ হয়ে গিয়েছিল ভারতের দুই ইনিংস৷ ১৫৯ রান ও এক ইনিংসে হারতে হয়েছে ভারতকে৷ যার ফলে প্রায় সব ভারতীয় দলের ক্রিকেটাররাই নেমে গেছে র্যাঙ্কিংয়ে৷ একমাত্র রবিচন্দ্রন অশ্বিন বাদে৷ ব্যাটিং ranking য়ে ৬৭ থেকে ৫৭-তে উঠে এসেছেন তিনি৷ কারণ দ্বিতীয় টেস্টের দুই ইনিংসে তার ব্যাট থেকেই এসেছিল সর্বোচ্চ রান ২৯ ও অপরাজিত ৩৩৷ অলরাউণ্ডারের তালিকায়ও তিনি উঠে এসেছেন তিনে৷

দ্বিতীয় টেস্টে দুরন্ত বল করা ইংল্যাণ্ডের অ্যাণ্ডারসন পার করে গেলেন ৯০০ পয়েন্টের গণ্ডি৷ তিনিই সপ্তম ইংল্যাণ্ড বোলার ও ৩৮ বছরে এই প্রথম যিনি এই লক্ষ্যে পৌছলেন৷ দ্বিতীয়টেস্টে দুই টেস্টে দুই ইনিংস মিলে অ্যান্ডারসন ৪৩ রান দিয়ে ৯ উইকেট নিয়েছেন৷ পয়েন্ট ৯০৩৷ একমাত্র অ্যাণ্ডারসন যিনি লর্ডসে ১০০ টেস্ট উইকেট নিলেন৷ ১৯৮০-এর অগাস্টে শেষ ৯০০ পয়েণ্টে পৌঁছেছিলেন বথাম৷

ব্যাটিংয়ে তিন নম্বর রয়েছেন ইংল্যাণ্ডের জো রুট, চারে নিউজিল্যাণ্ডের কেন উইলসন ও পাঁচে অষ্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার৷ বোলিংয়ে জেমস অ্যাণ্ডারসনের পর দ্বিতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডা, তিনে ভারতের রবীন্দ্র জাডেজা, চারে দক্ষিণ আফ্রিকার ভার্নন ফিলান্ডার ও পাঁচে ভারতের রবিচন্দ্রন অশ্বিন৷ অল-রাউন্ডার তালিকায় শীর্ষে বাংলাদেশের সাকিব আল হাসান৷ দ্বিতীয় ও তৃতীয় স্থানে ভারতের রবীন্দ্র জাডেজা ও রবিচন্দ্রন অশ্বিন৷ পাঁচে জেসন হোল্ডার৷