টি-২০ সিরিজ ভারতের পকেটে

সংবাদদাতা
ক্রীড়া সংবাদদাতা
সময়

চলতি টি-২০ সিরিজের শেষ ম্যাচে ৬ রানে নিউজিল্যাণ্ডকে হারিয়ে সিরিজ জিতে নিল ভারত৷ শেষ ম্যাচটি ২০ ওভারের হ’ল না৷ বৃষ্টির জন্য ৮ ওভারের ম্যাচ হয়৷ ভারত ৮ ওভারে ৬৭/৫ রান করে৷ জবাবে কিউইরা ৮ ওভারে ৬১/৬-এ থমকে যায়৷ বিরাট বাহিনীর এই সিরিজে ভুবনেশ্বর, বুমরাহ, চাওলা, কুলদীপরা খুব বুদ্ধিদীপ্ত আর সাহসী বল করেছে৷ ভারতের ফিল্ডিংও ছিল অসাধারণ৷ মঙ্গলবার শেষ ম্যাচে বুমরাহের বলে রোহিতের ক্যাচ ছিল অসাধারণ৷ শিকার ছিল দুর্ধর্ষ ফর্মে থাকা মুনরো৷

নিউজিল্যাণ্ড প্রথম দুই ওভারে গ্যাপ্তিল ও মুনরোর উইকেট খুঁইয়ে বসে৷ এরপর আর সেভাবে রান তাড়া করতে পারেনি কিউই ব্যাটসম্যানরা৷ অধিনায়ক উইলিয়ামসনকে ডিরেক্ট হিটে রান আউট করেন পাণ্ডিয়া৷ শেষ তিন ওভারে এমন অবস্থা ছিল যে কোন দল ম্যাচ জিততে পারত৷ ঠিক সেই ভারতের দুই স্পিনার কুলদীপ ও চাওলা নিয়ন্ত্রিত বল করে নিউজিল্যাণ্ডকে ব্যাকফুটে যেতে বাধ্য করে৷ সেই সময় চাওলা একটি ওভারে মাত্র তিন রান দেন৷ দুই স্পিনারের সাহসী বোলিং ভারতকে সিরিজ জিততে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে৷ চাওলা ও কুলদীপের দুরন্ত ঘুর্ণিতে কাবু হয়ে পড়ে কিউইরা৷ অশ্বিন-জাদেজার অভাব একটুও বুঝতে দেয়নি ওই দুই বোলার৷ বিরাটের অধিনায়কত্বও খুব ভালো লেগেছে৷