টি-টোয়েনটির প্রস্তুতিতে নতুন সাজে সেজে উঠছে ইডেন গার্ডেন

সংবাদদাতা
ক্রীড়া প্রতিনিধি
সময়

চলতি সিরিজের প্রথম টি-টোয়েণ্টি ম্যাচ ইডেনে হচ্ছে৷ স্বভাবতঃই সাজো সাজো রব এখন ক্রিকেটের মক্কায়৷ কলকাতার ইডেন মানেই এক দারুণ পরিবেশে ক্রিকেট যুদ্ধ৷ সেই জৌলুষকে ধরে রাখতে ইডেন তৈরী৷ আগামী ৪ঠা নভেম্বর ভারত বনাম ওয়েষ্ট ইন্ডিজের মধ্যে প্রথম টি-টোয়েন্টি ব্যটে-বলে লড়াইয়ের জন্যে অপেক্ষায় ইডেন উদ্যান৷ ষ্টেডিয়ামকে আরও আকর্ষণীয় করার জন্যে গ্যালারি মেরামতি থেকে শুরু করে স্কোরবোর্ডের নানান কাজ ইতিমধ্যেই শেষ করা গেছে৷ জানা গেছে স্পোটিং উইকে খেলা হবে৷ টিকিট বিতরণও শুরু হবে শীঘ্রই৷ ইডেনে আবার দেখা যাবে কলকাতা নাইট রাইডার্সের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে৷ খেলতে দেখা যেতে পারে ড্যারেন ব্রাভো, কায়রণ পোলার্ড, কার্র্লেস ব্র্যাথওয়েটদেরও৷

ইডেনের যখন এই সাজগোজের পালা চলছে, তখন মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রোহিত শর্র্ম-জেসন হোল্ডার-রা আদৌ নামতে পারবেন কি না তা নিয়েই তৈরী হয়েছে বড়সড় জট৷ শোণা যাচ্ছে, বোর্ড ও মুম্বাই ক্রিকেট সংস্থার (এমসিএ) কর্র্তরা আলোচনা করেও এই সমস্যার কোনও সমাধান করতে পারেন নি৷ অবশ্য এক এমসিএ কর্র্ত জানিয়েছেন কিছু সমস্যা থাকলেও চতুর্থ টি-টোয়েণ্টি ম্যাচ হচ্ছে ওয়াংখেড়েতে৷ ভারতীয় বোর্ডও মুম্বই বোর্ডের ওপর আস্থা হারাচ্ছে না৷ যদিও ভারতীয় বোর্ডেরসিও এ প্রধান বিনোদ রাই মনে করছেন, দ্রুত এই সমস্যার সমাধান করতে পারবে এমসিএ৷ কোনও কারণে ম্যাচ ওয়াংখেড়েতে না হলে কতৃপক্ষকে অনেক ক্ষয়ক্ষতি ভার বইতে হবে৷ তাছাড়া ওই ম্যাচ তড়িঘড়ি অন্য কোনও স্থানে নিয়ে যাওয়া যথেষ্ট কষ্টসাধ্য৷

টি-টোয়েণ্টি ম্যাচগুলো যেখানেই হোক না কেন ভারতীয় দলের কাছে এই ম্যাচগুলি আগামী বিশ্বকাপের মহরাই বলা যেতে পারে৷ ৫০ ওভারের বিশ্বকাপের জন্যে এখন থেকেই ‘টীম ইণ্ডিয়া’ খেলোয়াড় বাছাইয়ের কাজ শুরু করে দিচ্ছে বলা চলে৷ সেই লক্ষ্যেই ঋষভ, পৃথ্বীরা বিভিন্ন ম্যাচে সুযোগ পেতে পারেন৷ দেশের মাটিতে মনোবল বাড়িয়ে নেওয়ার সুযোগ এই সিরিজে কাজে লাগাবে ভারত৷ সম্প্রতি ইংল্যাণ্ডে সীমিত ওভারের ম্যাচগুলিতে ভারত ভাল লড়াই করেছে৷ সেই সফরে যে ব্যর্থতা ছিল তা ঝেড়েমুছে মরু শহর থেকে এশিয়া কাপ জয় করেছে রোহিত-কুলদীপরা৷ সেখানে কয়েকজন তরুণ ক্রিকেটার ভাল অভিজ্ঞতা সঞ্চয় করেছেন৷ ওয়েষ্ট ইণ্ডিজের বিপক্ষে দেশের মাটিতে কিছু পরীক্ষা-নিরিক্ষা সেরে নেবে ভারত৷ তবে ইডেনে প্রথম টি-টোয়েণ্টিতে প্রথম সারির দলই ক্যারিবিয়ানদের বিপক্ষে নামবে৷