টীম ইণ্ডিয়ার বিশ্বকাপ জয় - বিশ্বকাপ জয়ে একক কৃতিত্ব কারোই নেই ঃ দ্রাবিঢ়

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

ভারতীয় ক্রিকেট দলের যুব বিশ্বকাপ জয়কে অভাবনীয় বললেও তরুণ ক্রিকেটারদের আরও ভাল খেলার পরামর্শ দিয়েছেন দলের হেডস্যার রাহুল দ্রাবিঢ়৷ তাঁর বক্তব্য প্রতিযোগিতায় আগাগোড়া ভারত বিপক্ষের ওপর চাপ সৃষ্টি করে খেলতে পেরেছে৷ পারফরমেন্সের বিচারে ব্যষ্টিগতভাবে কেউ কেউ অকল্পনীয়ভাবে সহ খেলোয়াড়দের ভুলত্রুটিকে সামলে নিয়ে দলের জয়কে অব্যাহত রেখেছে৷ তার মানে এই নয় কোন একজন বা কয়েকজনের জন্যে ভারত বিশ্বকাপ জয় করেছে৷ এই বিশ্বকাপ জয়ের কৃতিত্ব দলের প্রতিটি সদস্যের৷

ফাইনালে ভারত অষ্ট্রেলিয়াকে একরকম দাঁড়াতেই দেয় নি৷ প্রথমে ফিল্ডিং করে কম রানে অষ্ট্রেলিয়দের বেধে রেখেছে৷ তারপর মাত্র দুটি উইকেট খুঁইয়ে জয় তুলে নিয়েছে ভারত৷ ভারতের এই অভাবনীয় সাফেল্যের চাবিকাঠি যার হাতে ছিল তিনি একপ্রকার উচ্ছ্বাসহীন৷ আসলে ভারতীয় দলের এই হেডস্যার যখন মাঠে নামতেন তখন যেমন প্রচণ্ড সিরিয়াস থাকতেন মাঠের বাইরে গুরুদায়িত্ব পালন করার সময়ও ঠিক তেমনি দারুণ স্টেডি৷ যুব দলের কোচ হিসেবে রাহুল দ্রাবিঢ় চাইছেন এই জয়ের পরে কম বয়সী এই খেলোয়াড়দের যেন মাথা ঘুরে না যায়৷ আনন্দের আতিশয্যে তারা যেন তাদের ফরম্ হারিয়ে না ফেলে৷ কারণ সামনের বছরে বড়দের বিশ্বকাপ৷ ভাল পারফরমেন্স করলে এই দল থেকেই কয়েকজন বিরাট কোহলিদের সঙ্গে খেলতেই পারে৷ এতে ভারতীয় ক্রিকেট আরও সুসংহত হবে, আরও শক্তিশালী হবে৷ তাই তিনি প্রতিটি খেলোয়াড়ের উদ্দেশ্যে মন্তব্য করেছেন---এই বিশ্বকাপ জয়টাই সব নয়, সামনে অনেক প্রতিযোগিতা, অনেক ভাল খেলে দলে টিকে থাকতে হবে৷