তিন বড় হাসপাতালে গণবিক্ষোভ

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

বিভিন্ন নামীদামী বেসরকারী হাসপাতালের বিরুদ্ধে বিভিন্ন সময় চিকিৎসাক্ষেত্রে গাফিলতির অভিযোগ উঠেছে৷ হাসপাতালগুলি প্রকৃতপক্ষে বিপন্ন মানুষের শেষ ভরসা৷ সেবাই এগুলির আদর্শ হওয়া উচিত৷ কিন্তু সেবাকে গৌণ করে যদি এগুলিতে অর্থ রোজগারটাকেই প্রাধান্য দেওয়া হয় তাহলে জনগণ তা মেনে নেবেন না৷ কিন্তু বারবার এই অভিযোগই উঠছে এদের বিরুদ্ধে৷ অস্বাভাবিক টাকার দাবী, দর কষাকষি করতে গিয়ে মৃত্যুপথযাত্রী রোগীকে সময়মত উপযুক্ত চিকিৎসা বা অন্য পরিষেবা না দেওয়া, চিকিৎসা ক্ষেত্রে অযথা দেরী করে ডাক্তার ও নার্সদের দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দেওয়া---এ ধরণের অভিযোগ প্রায়শই ওঠে৷

ইদানিং এ ধরনের অভিযোগ উঠছে হামেশাই৷ গত ১৭ই জানুয়ারী একই দিনে হাসপাতালের গাফিলতির জন্যে রোগীর মৃত্যুর অভিযোগে কলকাতায় আমরি (মুকুন্দপুর) হাসপাতাল, উডল্যাণ্ড হাসপাতাল ও অ্যাপোলো হাসপাতাল (ফুলবাগান)---এই তিন হাসপাতালেই হাঙ্গামা বেধে যায়৷ জনসাধারণের পক্ষ থেকে হাসপাতালের সামনেই বিক্ষোভ মিছিল প্রদর্শন করা হয়৷