লেখক
রামদাস বিশ্বাস
আমার গানের সুরে নীল–নীলিমায় দূরে
তোমার গীতির ধারা বয়ে যায়৷
তোমার প্রেমের স্রোতে অনন্ত এই পথে
আমার জীবন যায় ভেসে যায়৷৷
গান শোণাতে বাজাও বাঁশী
মধুর চেয়েও মিষ্টি হাসি
হাসো তুমি কাছে–দূরে বিশ্বভূবন ঘুরে ঘুরে
দোলাও হৃদয় মধুর দ্যোতনায়৷৷
তোমায় আমি ভালবাসি
ভালবাসি ভালবাসি
আমার মুখে তোমার ভাষা আমার বুকে
তোমার আশা
আমার আশা যাচি গো তোমায়৷৷
- Log in to post comments