আগরতলা ঃ ত্রিপুরায় আসন্ন বিধানসভা নির্বাচনে ‘আমরা বাঙালী’ দলের পক্ষ থেকে ২৪টি কেন্দ্রে প্রার্থী দেওয়া হয়েছে৷ ‘আমরা বাঙালী’ দলের বক্তারা বিভিন্ন সভাতে তাদের বক্তব্য রাখতে গিয়ে বলেছেন, ত্রিপুরার সার্বিক উন্নতি চাইলে বর্তমান সি.পি.এম শাসিত বামফ্রন্ট সরকারকে অবিলম্বে ক্ষমতাচ্যুত করতে হবে৷ কারণ গত ৩৫ বছরে বর্তমানে শাসকদল ত্রিপুরার কোনো সমস্যারই সমাধান করতে পারিনি৷ উপরন্তু সিপি.এমের সন্ত্রাস খুন, বিভিন্ন বিরোধী দলের ওপর নির্যাতন, হেনস্থা ও বিরোধীদলের নেতাদের ওপর লাগাতার আক্রমণ, শিশুহত্যা, নারী-হত্যা, নারী-নির্যাতন ইত্যাদি সবরকম অপকর্ম ত্রিপুরার একটা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে৷ তাই আমরা বাঙালীর কর্মীরা ত্রিপুরা সার্বিক উন্নতির জন্যে বাঙালীদেরকেও ঐক্যবদ্ধ হবার আহ্বান করছে৷ তাছাড়া বাঙালী ও উপজাতিদের মধ্যে ভেদ-বিভেদ দূর করে সবাইকে মিলেমিশে নোতুন করে ত্রিপুরা রাজ্য গঠনে আহ্বান করছে৷ বিভিন্ন বক্তারা তাদের বক্তব্যে আরও বলছেন, ত্রিপুরায় এত প্রাকৃতিক সম্পদ, বনজ সম্পদ থাকা সত্ত্বেও এখানে সাধারণ মানুষের দুবেলা দুমুঠো অন্ন জোটে না৷ তাই আমরা বাঙালীর কর্মীরা উদাত্ত কন্ঠে আহ্বান করে বলছে , বন্ধুগণ আসুন প্রাউট দর্শনকে হাতিয়ার করে শোষণমুক্ত ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে নোতুনভাবে ত্রিপুরা রাজ্য গড়ে তুলতে ‘আমরা বাঙালী’ প্রার্থীদের জয়যুক্ত করুন৷
বক্তাদের মধ্যে ছিলেন, ত্রিপুরা রাজ্যসচিব হরিগোপাল দেবনাথ, কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য কেশব মজুমদার, কেন্দ্রীয় সচিব বকুলচন্দ্র রায়, কেন্দ্রীয় সাংঘাটনিক সচিব খুশীরঞ্জন মন্ডল, নিতাই মণ্ডল ,জয়ন্ত দাস, লক্ষ্মীকান্ত মাহাত, গৌতম ঘোষ, গৌরাঙ্গ রুদ্রপাল, বিভূতি দত্ত, ব্রজেন দাস, রামকৃষ্ণ দেবনাথ, রাজু মান্না ও আরও অনেকে৷