সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
সম্প্রতি সুপ্রিম কোর্টের এক রায়ে ত্রিপুরার ১০ হাজার ৩ শতাধিক শিক্ষক বে-আইনী নিয়োগের জন্যে পদচূ্যত হন৷ এই ১০ হাজারের চেয়ে বেশী কর্মচ্যুত শিক্ষকদের অবিলম্বে বিকল্প চাকুরী বা কর্মসংস্থানের দাবীতে আমরা বাঙালীর পক্ষ থেকে এক মিছিল আমরা বাঙালী কার্যালয় থেকে শুরু করে আগরতলার সিটি সেক্টরে এসে পৌঁছয়৷ এখানে এক পথসভায় আমরা বাঙালীর নেতারা এই শিক্ষকদের বে-আইনী নিয়োগের জন্যে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে দায়ী করেন ও কর্মচ্যুত শিক্ষকদের বিকল্প চাকুরীর দাবী রাখেন৷ উক্ত পথসভায় বক্তব্য রাখেন ত্রিপুরার রাজ্য সচিব হরিগোপাল সদবনাথ, রাজ্যকমিটির অন্যতম সদস্য গৌরাঙ্গ রুদ্র পাল, কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য কেশব মজুমদার প্রমুখ৷