ত্রিপুরায় দশ হাজারের অধিক পদচ্যুত শিক্ষকদের বিকল্প চাকুরীর দাবীতে আমরা বাঙালীর আন্দোলন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

সম্প্রতি সুপ্রিম কোর্টের এক রায়ে ত্রিপুরার ১০ হাজার ৩ শতাধিক শিক্ষক বে-আইনী নিয়োগের জন্যে পদচূ্যত হন এই ১০ হাজারের চেয়ে বেশী কর্মচ্যুত শিক্ষকদের অবিলম্বে বিকল্প চাকুরী বা কর্মসংস্থানের দাবীতে আমরা বাঙালীর পক্ষ থেকে এক মিছিল আমরা বাঙালী কার্যালয় থেকে শুরু করে আগরতলার সিটি সেক্টরে এসে পৌঁছয় এখানে এক পথসভায় আমরা বাঙালীর নেতারা এই শিক্ষকদের বে-আইনী নিয়োগের জন্যে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে দায়ী করেন ও কর্মচ্যুত শিক্ষকদের বিকল্প চাকুরীর দাবী রাখেন উক্ত পথসভায় বক্তব্য রাখেন ত্রিপুরার রাজ্য সচিব হরিগোপাল সদবনাথ, রাজ্যকমিটির অন্যতম সদস্য গৌরাঙ্গ রুদ্র পাল, কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য কেশব মজুমদার প্রমুখ