আমরা বাঙালী ত্রিপুরা রাজ্যকমিটির পক্ষ থেকে এডিসি বন্ধের তীব্র বিরোধিতা করা হয়৷ সোমবার সাংবাদিক সম্মেলনে সংগঠনের সম্পাদক হরিগোপাল দেবনাথ বলেন, উপজাতি ভিত্তিক আঞ্চলিক দল আই পি এফ টি, আই এন পি টি ও এন সি টি-র গঠিত ফোরাম ৮ই ফেব্রুয়ারী এডিসি এলাকা বন্ধের যে ডাক দেয় তার কোনও যৌক্তিকতা নেই৷ নাগরিকত্ব সংশোধনী বিলের সাথে এডিসি এলাকার জনগণের স্বার্থ সংশ্লিষ্ট কোনও বিষয় নেই৷ অযথা হয়রানি করার উদ্দেশ্যেই ও সস্তা রাজনীতির লক্ষ্যে ফোরাম এই বন্ধ ডাকে বলে মনে করেন শ্রী দেবনাথ৷
এদিন তিনি রাজ্যভাগের দাবীরও বিরোধিতা করেন৷ তিনি বলেন, ত্রিপুরার মত ক্ষুদ্র আয়তনের রাজ্য ভাগ করার দাবী ভিত্তিহীন রাজ্য ভাগ করার বদলে এই রাজ্যের উন্নয়ন কী করে সম্ভব করা যায় সেদিকেই ভাবতে হবে প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করে সামাজিক ও আঞ্চলিক ক্ষেত্রে ত্রিপুরার উন্নয়নের যথেষ্ট সম্ভাবনা রয়েছে৷ এই বিষয়ে চিন্তাধারার কোনও প্রতিফলন দেখা যাচ্ছে না৷ এ কারণেই আমরা বাঙালী নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতায় বন্ধ ও রাজ্যভাগের দাবীর বিরোধিতা করে৷
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়