তরুণ পুলিশ অফিসার অমিতাভ মালিকের মৃত্যুতে আমরা বাঙালীর পক্ষ থেকে শোক প্রকাশ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১৩ই অক্টোবর দার্জিলিংয়ে বিদেশী গোর্খা ও রাষ্ট্রদ্রোহীদের কবলমুক্ত করে  বাংলার  অখন্ডত্ব রক্ষা করতে গিয়ে  তরুণ পুলিশ অফিসার অমিতাভ মালিকের মৃত্যুতে আমরা বাঙালীর কেন্দ্রীয় সচিব বকুল চন্দ্র রায়  গভীর শোক প্রকাশ করেছেন ও ‘আমরা বাঙালীর পক্ষ থেকে   তিনি দাবী জানিয়েছেন ঃ

১) বিমল গুরুংয়ের নির্দেশে নিহত অমিতাভ মালিকের  মৃত্যুর  উচ্চ ন্যায়লয়ের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্ত করতে হবে৷

২)  গোর্র্খ রেজিমেন্টের অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের নিয়ে ঘটিত ‘গোর্র্খল্যান্ড পার্র্সেনাল (জি.এল.পি)’’ বাহিনীকে নিষিদ্ধ ঘোষণা করে’ উপযুক্ত তদন্ত সাপেক্ষে শাস্তি দিতে হবে৷

৩) অবিলম্বে সংবিধান বিরোধী ও বাংলার স্বার্থবিরোধী জি.টি.এ আইন বাতিল করতে হবে৷

৪) অবিলম্বে ‘ভারত-নেপাল শান্তি ও মৈত্রী-চুক্তি’ ১৯৫০ পূনর্বিবেচনা করতে হবে৷

৫) দার্জিলিং-জলপাইগুড়ি-আলিপুরদুয়ার জেলার বিদেশী নেপালীদের কঠোরভাবে চিহ্ণিতকরণের মাধ্যমে ভোটার তালিকা থেকে তাদের নাম কেটে দিতে হবে৷