লেখক
জ্যোতি বিকাশ সিন্হা
জীবন তরী, লড়াই গুরু
দমকা হাওয়া, বুক দুরু–দুরু
ভ্রষ্ট জনের দুষ্ট কর্ম
নষ্ট করে সমাজ ধর্ম
ঝঞ্ঝা–শনি, আঁধার রাতে
নিঃশঙক মানুষ এগিয়ে যাবেই–
তুমি যে গো রয়েছো সাথে৷
আসবে যাবে জীবন মরণ
সকল সময় তোমার শরণ
মত্ত যতই দুঃশাসন–নাচার
সত্য–ধর্ম সদা হাতিয়ার
নবারুণ রাঙা নবীন প্রভাতে
উদ্বেল মানুষ নোতুন আবেগে
তুমি যে গো রয়েছো সাথে৷৷
- Log in to post comments