পশ্চিম রাঢ়ের মানুষদের জীবন–যন্ত্রণা
সমীর সিংহ
রাঢ় বলতে কোন্ অঞ্চলকে বোঝায় ?
সমগ্র বাংলা বা গৌড়দেশ হ’ল প্রকৃপক্ষে বাঙালীদের নিজস্ব বাসভূমি৷ মহান্ দার্শনিক শ্রীপ্রভাতরঞ্জন সরকার বলেছেন, ‘‘আমাদের এই গৌড়দেশকে সামগ্রিক ভাবে গৌড়দেশ অথবা পঞ্চগৌড় অথবা বাংলাদেশ–যে কোন একটি নাম দেওয়া যেতে পারে৷ বাঙালীস্তানও বলা যেতে পারে কারণ যে অর্থে তামিলনাড়, রাজস্থান, নাগাল্যাণ্ড, মিজোরাম নামগুলি চলছে হুবহু সেই অর্থেই গৌড়দেশকে ‘বাঙালীস্তান’ বললেও মহাভারত অশুদ্ধ হবে না৷ ওতে আঁতকে ওঠার কী আছে বরং ওই নাম এই পরিচিতিই বহন করবে যে দেশটা বাঙালীদের মাতৃভূমি৷’’ (বাঙলা ও বাঙালী)
- Read more about পশ্চিম রাঢ়ের মানুষদের জীবন–যন্ত্রণা
- Log in to post comments