৮ই মে থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে থ্যালাসেমিয়া গারজিয়ান এসোসিয়েসনের পক্ষ থেকে গত ৭ই মে মানিকতলা সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্কের নীচ থেকে শতাব্দী প্রাচীন ওরিয়েন্টাল সেমিনারী বিদ্যালয় পর্যন্ত একটি পদযাত্রার আয়োজন করা হয়৷
পদযাত্রায় মেডিক্যাল ব্যাঙ্ক ভয়েস অফ ওয়ার্ল্ড নিখিল ভারত নারী সম্মেলনে , সংবেদন ইত্যাদি বিভিন্ন গণসংঘটনের বহুকর্মী,থ্যালাসেমিয়া রোগী, অভিভাবক ও চিকিৎসক ওই পদযাত্রায় অংশ গ্রহণ করেন৷
অনুষ্ঠানে অনুপ্রেরনা দান করার জন্যে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রী সাধন পান্ডে মহাশয়৷
অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবী ডি. আশীষ ও সুমিত সাহাকে সম্বর্ধনা জানানো হয়৷ সংঘটনের সম্পাদক গৌতম বাবু বলেন মানুষের মধ্যে থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাওয়ায় বহু মানুষ এর সদস্য হচ্ছেন ৷ তারা নিয়মিত রক্ত পরীক্ষা , ওষুধ সরবরাহ ইত্যাদি সহযোগিতা মূলক কাজ করে থাকেন৷
অনুষ্ঠান সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের সম্পাদক শ্রী সঞ্জীব আচার্য উপস্থিত ছিলেন৷
বিশেষ করে জ্ঞাতব্য বিষয় হল ওরিয়েন্টাল সেমিনারী বিদ্যালয়ে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষা গ্রহণ করেন৷