‘উলঙ্গ সুবল’!

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

বিচিত্র এই সৃষ্টি! যার সবসময় ব্যাখ্যা মেলে না৷ উত্তরবঙ্গের কোচবিহার জেলার চান্দামারী পঞ্চায়েতের রাজাপুর গ্রামের যুবক সুবল বর্মন (৪০) উলঙ্গ সুবল নামে পরিচিত৷ ছেলেবেলা থেকেই সে সম্পূর্ণ উলঙ্গ থাকে৷ অথচ সাধারণ যুবকের মত রাস্তাঘাটে চলাফেরা করে৷ আড্ডা মারে৷ আগে ছিল কলের মিস্ত্রি৷ সেই সুবাদে অন্দরমহলেও যেত৷ প্রথম প্রথম অন্যান্যরা অস্বস্তি বোধ করত কিন্তু সে স্বাভাবিক৷ কাপড় তার সহ্যই হয় না৷ তার গায়ে কাপড় চড়ালেই শরীর অসুস্থ হয়ে যায়৷ কাঁপিয়ে জ্বর আসে৷ তাই উলঙ্গ অবস্থাতেই সে বাজার-হাট করে৷ চাষবাস করে এখন একটা দোকান করে৷ রান্নার গ্যাস, ওভেন প্রভৃতি ভাড়া দেয়৷ দেখতে দেখতে সবার এখন গা-সওয়া হয়ে গেছে৷ ছেলেমেয়ে, বুড়োবুড়ি সবাই এটাকে স্বাভাবিক বলেই ধরে নিয়েছে৷ সুবল এই অবস্থাতে সাইকেল চড়ে বাজারে যায়, কেনাবেচা করে৷ শিশুর মত সরল সে৷ এটা কী করে সম্ভব হচ্ছে৷ বিশেষ করে উলঙ্গ থেকেও একেবারে স্বাভাবিক আচরণ৷ চিকিৎসা বিজ্ঞানী সহ মনোবিজ্ঞানীরাও এর কোনও ব্যাখ্যা দিতে পারছেন না৷