গত ১৬ই জানুয়ারী উলুবেড়িয়া মহাসমারোহে আনন্দমার্গের হাওড়া শাখার পক্ষ থেকে এখানে শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর ৪০তম শুভ পদার্পণ দিবস উদযাপিত হয়৷ সকাল থেকে জেলার বিভিন্ন স্থান থেকে আনন্দমার্গীরা স্থানীয় ইনষ্টিটিউট লাইব্রেরী হলে সমবেত হয়ে প্রভাত সঙ্গীত, কীর্ত্তন ও মিলিত সাধনায় অংশগ্রহণ করেন৷ স্থানীয় দুঃস্থ মানুষদের মধ্যে কম্বল বিতরণ ও করা হয়৷
এরপর উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন আচার্য অভিব্রতানন্দ অবধূত, আচার্য কাশীশ্বরানন্দ অবধূত, আচার্য কৃষ্ণস্বরূপানন্দ অবধূত, আচার্য সর্বজয়ানন্দ অবধূত, অবধূতিকা আনন্দ গুণময়া আচার্যা, বকুলচন্দ্র রায়, প্রবীণ আনন্দমার্গী বলরাম মণ্ডল প্রমুখ মার্গগুরুদেবের উলুবেড়িয়ায় প্রথম পদার্পণ দিবসের স্মৃতিচারণ সহ মার্গের মহান আদর্শ ও মার্গগুরুদেবের আদর্শ অনুসরণে আদর্শ মানবসমাজ রচনায় আনন্দমার্গীদের কর্তব্য সম্পর্কে মনোজ্ঞ বক্তব্য রাখেন৷ বকুলচন্দ্র রায়, বলরাম মণ্ডল প্রমুখ অশ্রুসিক্ত নয়নে মার্গগুরুদেবের শুভ পদার্পণের বর্ণনা দেওয়ার সময় সমবেত সমস্ত আনন্দমার্গীয় ভক্তি ভাবে আপ্লুত হয়ে ওঠেন৷ অবশেষে মার্গগুরুদেবের মহান আদর্শকে বাস্তবায়িত করার জন্যে সবাই সংকল্প গ্রহণ করেন৷