উরুগুয়ের ফুটবল তারকা লুইস সুয়ারেস সমবেদনা জানালেন তার সতীর্থ মিশরের  মহম্মদ সালাহকে 

সংবাদদাতা
ক্রীড়া প্রতিনিধি
সময়

আগামী রাশিয়ার বিশ্বকাপে মিশরের ফুটবল তারকা মহম্মদ সালাহ খেলতে পারবেন কিনা তা যথেষ্ট অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে৷ কারণ, চ্যাম্পিয়নস লিগের ফাইনালে সের্খিও র্যামোসের সঙ্গে সংঘর্ষে আহত হন সালাহ৷ এই কারণে উরুগুয়ান ফুটবল তারকা লুইস সুয়ারেস সমবেদনা জানিয়েছেন৷ তিনি জানিয়েছেন--- ‘বিশ্ব ফুটবলের অন্য সবাই আমার সতীর্থ৷ সালাহও তাই৷ একজন সতীর্থ চোট পেলেন আবার বিশ্বকাপের আগে৷ এখন শুধু তার খারাপ লাগার কথা নয়, সমস্ত মিশর খুবই চিন্তিত তাঁর খেলার সম্ভাবনা নিয়ে কারণ তাঁর খেলার দক্ষতা এতটাই যে তাঁকে ‘মিশরের মেসি’ নামে অভিহিত করা হয়েছে৷ র্যামোস এখন মিশরের মানুষের কাছে সাক্ষাৎ কসাই হয়ে গেছেন৷ এমনকি সাড়ে চার লক্ষ সমর্থক র্যামোসের বিরুদ্ধে গিয়ে তাঁর শাস্তি দাবী করে স্মারকলিপি জমা দিচ্ছে ফিফা ও উয়েফার কাছে৷ মিশরের এক আইনজীবী বাসিম ওয়াববার ১০০ কোটি ইউরো (ভারতীয় মুদ্রায় ৭৮২১ কোটি টাকা) ক্ষতিপূরণ দাবী করে’ মামলা করবার  পরিকল্পনা নিয়েছেন৷

আগামী বিশ্বকাপে মিশর রয়েছে উরুগুয়েরই গ্রুপে৷

তাই সুয়ারেস বলেছেন ‘আমি সব সময়ই চাই যে সেরা দলগুলির বিরুদ্ধে খেলে আমরা যে জিততে পারি তা প্রমাণ করতে৷ মিশরের দলে সালাহ থাকলে মিশরের শক্তি অনেকটাই বেড়ে যাবে৷ তাই ও যদি সুস্থ থাকত তাহলে ওর বিরুদ্ধে খেলতে পারতাম৷ তাই ঈশ্বরের কাছে  প্রার্থনা করছি যেন ও তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার মাঠে ফিরে আসে ও বিশ্বকাপটাকে উপভোগ করতে পারে৷ গত চারবছর আগে আমার অবস্থাটাও এমনি হয়েছিল তাই ওর কষ্টটা আমি অনুভব করতে পারছি৷