উত্তর দিনাজপুরের আনন্দমার্গীয় বিধিতে বৈপ্লবিক বিবাহানুষ্ঠান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

রাইগঞ্জ ঃ উত্তর দিনাজপুরের কুশমন্ডী ব্লকে গত ১লা জুলাই আনন্দমার্গের সমাজশাস্ত্রানুসারে একটি বৈপ্লবিক বিবাহানুষ্ঠান হয়৷ এই বিবাহানুষ্ঠানে পাত্র ছিলেন কুশমণ্ডী ব্লকের নিজ উত্তরপাড়া নিবাসী শ্রী জিতেন্দ্রনাথ সরকারের পুত্র ছত্রকুমার সরকার৷ আর পাত্রী ছিলেন কালিয়াগঞ্জ ব্লকের ফতেপুর গ্রাম নিবাসী গোপাল চন্দ্র সরকারের কণিষ্ঠা কন্যা কল্যাণীয়া চুক্তি সরকার৷

এই অনুষ্ঠানে পৌরোহিত্য করেন পাত্রপক্ষে আচার্য রসবোধানন্দ অবধূত ও পাত্রীপক্ষে অবধূতিকা আনন্দ অনিন্দিতা আচার্যা৷

 এই বিবাহানুষ্ঠানে আমন্ত্রিত অতিথি বর্গের সামনে আনন্দমার্গের বিবাহানুষ্ঠানের বৈশিষ্ট্য সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে আচার্য রসবোধানন্দজী বলেন, আনন্দমার্গে কোনোপ্রকার অন্ধবিশ্বাসকে প্রশ্রয় দেওয়া হয় না৷ আনন্দমার্গ পণপ্রথারও ঘোরতর বিরোধী৷