সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ২১ শে জুন আন্তর্জাতিক যোগ দিবসে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের (চোপরা, পশ্চিমবঙ্গ) পক্ষ থেকে ইসলামপুর আনন্দমার্গ স্কুলের প্রিন্সিপ্যাল আচার্য প্রাণেশ ব্রহ্মচারীকে তাঁদের ছাত্র ও অধ্যাপকদের সামনে যোগ ও ধ্যানের ওপর বক্তব্য রাখতে আমন্ত্রণ জানান৷ আচার্য প্রাণেশ ব্রহ্মচারী তাঁদের সামনে প্রথমে যোগ দর্শন নিয়ে বক্তব্য রাখেন৷ এরপর বিভিন্ন যোগাসন প্রদর্শন করেন ও সেগুলিরও উপকারিতার কথা বলেন৷ তিনি প্রায় শতাধিক ছাত্র ও শিক্ষককে যোগসাধনা শেখান৷
এরপর আচার্য প্রাণেশ ব্রহ্মচারীর বক্তব্য ও যোগ প্রশিক্ষণে উৎসাহিত হয়ে উত্তর দিনাজপুড়ে চোপরা কলেজ থেকেও আচার্য প্রাণেশ ব্রহ্মচারীকে তাঁদের কলেজে যোগসাধনা সম্পর্কে আলোচনার জন্যে আমন্ত্রণ জানানো হয়েছে৷