যদি

সংবাদদাতা
প্রণবকান্তি দাশগুপ্ত
সময়

ইহার চেয়ে ভাল যদি
হতাম দশানন
দশ মুখেতে তোমার কথা
শুণত বহুজন
ইহার চেয়ে ভাল যদি
হতাম দশানন
কোরাস গেয়ে মাতিয়ে দিতাম
তোমার কীর্ত্তন
কেউ যদি না দিত সাড়া
আমার আহ্বানে,
দশ দিগন্ত ভাসিয়ে দিতাম
একাই তোমার গানে
ইহার চেয়ে ভাল যদি
হতাম দশানন
কোন দিকেতে মুখ ফেরাতে
হে প্রভাতরঞ্জন
ইহার চেয়ে ভাল যদি
হতাম দশানন
বিশ নয়নের দৃষ্টি-বলয়
তোমায় বন্ধন
ইহার চেয়ে হতাম যদি
দস্যু রত্নাকর
রামমন্ত্র জপে জপে
হতাম কবিবর
ইহার চেয়ে ভাল---হতাম
ডাকাত কালীচরণ
গুরুর মন্ত্রে কালিকানন্দে
ঘটত উত্তরণ