যোগের ওপর আনন্দমার্গের সেমিনার

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

কাঁথি ঃ গত ২৫ শে মার্চ পশ্চিম মেদিনীপুরের জেঠাই বাড়ীতে আনন্দমার্গের পক্ষ থেকে ‘যোগ মনস্তত্ব যোগসাধনা ও যোগাসনের’ ওপর এক সেমিনারের আয়োজন করা হয়৷ এই সেমিনারে উপরিউক্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করেন আনন্দমার্গের কেন্দ্রীয় কার্যালয় সচিব আচার্য হরাত্মানন্দ অবধূত জীব বিজ্ঞান ও মনোবিজ্ঞানসম্মতভা শরীরের বিভিন্ন এন্ডেক্রিন গ্ল্যান্ড , হরমোন সিক্রেশন ও মানুষের চিন্তাভাবনা ও মনস্তত্ত্বের ওপর তার প্রভাব এ সব আলোচনা করে তার ভিত্তিতে বিভিন্ন যোগাসন, প্রাণায়াম ও ধ্যানের উপকারিতার ওপর মনোজ্ঞ বক্তব্য রাখেন৷ তিনি বলেন যোগসাধনার মাধ্যমে শরীরকে সুস্থ রাখা যায়, মনকে শুদ্ধ পবিত্র রাখা যায় ও মনের শক্তি বৃদ্ধির সঙ্গে সঙ্গে আধ্যাত্মিক আনন্দের অনুভূতি লাভ করা যায়৷

এই আলোচনা সভায় স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রী বিজয়কৃষ্ণ বারুই, উপপ্রধান লক্ষ্মণ মন্ডল, শুভেন্দু ঘোষ, সুভাষ প্রকাশ পাল, লক্ষ্মণ বেরা প্রমুখ যোগদান করেন৷ এছাড়া দীঘা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের বহু বুদ্ধিজীবি ও ছাত্র-যুবা উপস্থিত ছিলেন৷ আচার্য হরাত্মানন্দজীর বক্তব্য শুণে সবাই যোগের প্রতি বিশেষ আগ্রহান্বিত হ’ন৷