যুবভারতী সাজছে বিশ্বকাপের জন্যে

সংবাদদাতা
ক্রীড়া প্রতিনিধি
সময়

আগামী বছরে ভারতে অনুষ্ঠিত হচ্ছে অনূধর্ব ১৭ ফুটবল বিশ্বকাপ৷ ভারতের যে ছয়টি স্টেডিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে তার মধ্যে কলকাতার সল্টলেক স্টেডিয়াম অন্যতম৷ বেশ কয়েক মাস ধরে যুবভারতীতে ফুটবল গড়াতে দেওয়া হয়নি৷ কারণ স্টেডিয়ামকে ঢেলে সাজানোর কাজ চলছে৷ বর্তমানে অনেকটাই কাজ হয়ে গেছে৷ আগামী বছরের শুরুতে ফিফার প্রতিনিধিরা এসে মাঠ পর্যবেক্ষণ করবেন৷ তারপরেই ছাড়পত্র পেয়ে যাবে এই মর্মে যে এই স্টেডিয়াম বিশ্বকাপ খেলার পক্ষে সম্পূর্ণ উপযুক্ত৷ ফিফার চিন্তাভাবনায় রয়েছে এই স্টেডিয়ামেই বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত করার৷ সে কারণেই যুদ্ধকালীন তৎপরতায় দিন-রাত কাজ চলছে স্টেডিয়ামে৷

হোক না অনূধর্ব সতের খেলোয়াড়দের বিশ্বকাপ৷ সারা বিশ্বের অনেক সেরা খেলোয়াড় এই বিশ্বকাপে অংুশ নেবেন৷ যেহেতু ভারতে অনুষ্ঠিত হচ্ছে এই প্রতিযোগিতা ভারতও এই বিশ্বকাপে খেলবে৷ সল্টলেক স্টেডিয়ামের ভেতরটাকে এত সুন্দরভাবে সাজানো হয়েছে যে পৃথিবীর স্টেডিয়াম সঙ্গে তুলনীয় হয়ে উঠছে যুবভারতী৷

গ্যালারী, ড্রেসিংরুম, মাঠের ঘাস সবই এখন নতুন সাজে৷ আসন সংখ্যা সামান্য কমিয়ে আনা হয়েছে যুবভারতীর৷ প্রায় পঁচাত্তর হাজার দর্শক এখানে খেলা দেখবেন৷ বিশ্বের অনেক স্টেডিয়ামের মত এখানেও থাকবে বড় বড় স্ক্রীন৷ থাকবে পর্যাপ্ত পুলিশ৷ সব মিলিয়ে যুবভারতী একরকম তৈরী বিশ্বকাপের জন্যে৷