July 2019

কৃষ্ণনগরে ডায়োসিস লেবেল সেমিনার

কৃষ্ণনগর ঃ ২৩শে জুন কৃষ্ণনগর ডায়োসিস সচিব আচার্য বিশ্বেশ্বরানন্দ অবধূত ও ডায়োসিস সচিব (এল) অবধূতিকা আনন্দ সুধাকল্পা আচার্যার উদ্যোগে নদীয়া জেলার ভুক্তিপ্রধান শ্রীনিল চন্দ্র বিশ্বাস সহ ভুক্তি কমিটির সদস্য ও আনন্দমার্গীদের অকুণ্ঠ সহযোগিতায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে  কৃষ্ণনগর ডায়োসিস লেবেল সেমিনারটি ২১, ২২ ও ২৩ জুন তিনদিন ব্যাপী সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হয়৷ ৫০-৬০ জন প্রতিনিধি তিনদিনের সেমিনারে সর্বক্ষণ উপস্থিত থেকে ক্লাসে অংশগ্রহণ করেন৷ প্রধান প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন আচার্য প্রসূণানন্দ অবধূত এছাড়া ছিলেন প্রশিক্ষক অবধূতিকা আনন্দ রসপ্রজ্ঞা আচার্যা৷

নিউব্যারাকপুরে আনন্দমার্গের সেমিনার

গত ২৮,২৯, ৩০শে জুন নিউব্যারাকপুরে আনন্দমার্গের ত্রিদিবসীয় সেমিনার অনুষ্ঠিত হয়৷ এই সেমিনারে  উপস্থিতির  হার ছিল ১০০এরও বেশি৷ সেমিনারে মুখ্য প্রশিক্ষক হিসেবে ছিলেন আচার্য চিতিবোধানন্দ অবধূত ও অবধূতিকা আনন্দচিতি সুধা আচার্যা৷  আচার্য চিতিবোধানন্দ অবধূত ‘সামাজিক মূল্য ও মানবিক  মৌলনীতি’, ‘আনন্দপ্রাপ্তির পথ’ ও আদর্শ সংবিধানের  জন্যে প্রয়োজনীয়  উপাদান’-এর ওপর আলোচনা করেন৷ অবধূতিকা  আনন্দ চিতিসুধা  আচার্র্যর  আলোচ্য বিষয় ছিল ‘ষড়দোষা পুরুষেণেহ হন্তব্যাঃ৷ তিনি বলেন যারা উন্নতি চান তাদের ৬টি দোষ ত্যাগ  করতে হবে৷ এই ৬টি দোষ হ’ল অতিরিক্ত নিদ্রা, তন্দ্রা, ভয়, ক্রোধ, আলস্য ও দীর্ঘসূত্রতা৷

আনন্দনগরে সেমিনার

গত ২৮,২৯ ৩০শে জুন মধ্যআনন্দনগরে পাওয়ার হাউসে ত্রিদিবসব্যাপী আনন্দমার্গের প্রথম স্তরীয় সেমিনার অনুষ্ঠিত হল৷ সেমিনারের ব্যবস্থাপনার মুখ্য দায়িত্বে ছিলেন আচার্য রাজেশ্বরানন্দ  অবধূত ও আচার্য দেবপ্রেমানন্দ অবধূত৷

ইসলামপুরে আনন্দমার্গের সেমিনার

গত ২৮,২৯ ৩০শে জুন উত্তর দিনাজপুরের ইসলামপুর আনন্দমার্গ স্কুলে মার্গের প্রথম স্তরীয় সেমিনার অনুষ্ঠিত হ’ল৷ এই সেমিনারে উপস্থিতির হার ছিল দুই শতাধিক৷ সেমিনারে আচার্য প্রসূনানন্দ অবধূত আনন্দমার্গ দর্শন ও প্রাউটের ওপর বিস্তারিতভাবে আলোচনা করেন৷ সেমিনার অর্গানাইজ করার দায়িত্বে ছিলেন আচার্য রসবোধানন্দ অবধূত৷

উলুবেড়িয়ায় অখণ্ড কীর্ত্তন

হাওড়া ঃ গত ২৩ শে জুন উলুবেড়িয়া আনন্দমার্গ স্কুলে ‘বাবা নাম কেবলম্’ মহামন্ত্রের অখণ্ড  কীর্ত্তনের আয়োজন করা হয়৷ কীর্ত্তন শেষে কীর্ত্তনের মহিমা সম্পর্কে বক্তব্য রাখেন সুব্রত সাহা, অমিয় পাত্র ও মহাবূরত দেব৷৷ কীর্ত্তনের পর সমস্ত ভক্তের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়৷

যোগদিবসে আনন্দনগরে যোগ প্রশিক্ষণ

(পুরুলিয়া) ঃ গত ২১শে  জুন যোগদিবসে আনন্দনগর এলাকার সিধি হায়ার সেকেণ্ডারী স্কুলের বিশাল মাঠে প্রায় ১৫০০ ছাত্রছাত্রাদের যোগ সম্পর্কে প্রশিক্ষণ দেন আনন্দনগরের চেয়ারম্যান আচার্য মুক্তানন্দ অবধূত  ও আচার্য রসবোধানন্দ অবধূত ছেলেমেয়েদের বিভিন্ন যোগাসনের সঙ্গে সঙ্গে কৌশিকী ও তাণ্ডব (ছেলেমেয়েদের) নৃত্য শেখানো হয় ও মনের একাগ্রতার  জন্যেও পদ্মাসন  ও ধ্যানের প্রাথমিক  পদ্ধতি শেখানো হয়৷

আনন্দনগর হাইস্কুলে যোগ প্রশিক্ষণ

আনন্দনগর হাইস্কুলেও ২১শে জুন যোগ দিবসে স্কুলের ছাত্রদের বিভিন্ন যোগাসনের প্রশিক্ষণ দেন আচার্য প্রত্যাগাত্মানন্দ অবধূত ও আচার্য শুভপ্রসন্না অবধূত৷

উমা নিবাসে যোগ প্রশিক্ষণ

যোগ দিবসে আনন্দনগর উমানিবাস হাইস্কুলে ও স্কুলের মেয়েদের মধ্যে যোগাসন ও কৌশিকী নৃত্য শেখান অবধূতিকা আনন্দ ব্রতীতা আচার্যা, অবধূতিকা আনন্দ শুচিস্মিতা আচার্যা ও অবধূতিকা আনন্দ তপঃশীলা আচার্যা৷

নোতুন গ্রাম  গিরিডি, নোতুন কূপ---আনন্দকূপ

আনন্দনগর ঃ টাটুয়াড়ায় সম্প্রতি এক বিশিষ্ট  আনন্দমার্গী গিরিধারী কুমার মাহাত প্রয়াত হয়েছেন৷ তাঁর স্মরণে এদিন এই এলাকায় টাঁড় জমিতে  একটি নোতন গ্রাম প্রতিষ্ঠা করা হয়৷ এখানে আনন্দমার্গীরা মিলিত হয়ে একটি কুঁয়াও খনন করেন৷

অখণ্ড কীর্ত্তন  ও মিলিত সাধনার পর এই গ্রাম ও কুঁয়াটির নামকরণ করা হয়৷ গ্রামের নাম রাখা হয় গিরিডি ও নোতন কুঁয়াটির নাম রাখা হয় আনন্দকূপ৷

অনুষ্ঠানটি পরিচালনা করেন চক্রধর কুমার, শশধর কুমার, অনাদি কুমার  ও মথুর কুমার৷

তারকেশ্বরে অখণ্ড কীর্ত্তন

তারকেশ্বর ঃ দেবীপুরে ৫ই জুন, তারকেশ্বর আনন্দমার্গ স্কুলের  শিক্ষক বিজন চক্রবর্তীর বাসভবনে ৩ঘন্টাব্যাপী অখণ্ড ‘বাবা নাম কেবলম্’ মহামন্ত্রের অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ প্রায় ১৫০ জন গ্রামবাসী উপস্থিত ছিলেন অখণ্ডকীর্ত্তনান্তে মিলিত সাধনা  ও স্বাধ্যায়ের  পর বক্তব্য রাখেন ব্রহ্মচারিনী অনিন্দ্য আচার্যা ও আচার্য সুবিকাশানন্দ অবধূত৷ তাঁরা আনন্দমার্গে দর্শন, সাধমা ও ভক্তিতত্ত্বের ওপর বক্তব্য রাখেন৷