অখণ্ড কীর্ত্তন ও মার্গীয় পদ্ধতিতে অন্নপ্রাশণ
গত ৯ই অক্টোবর পশ্চিম মেদিনীপুরের শ্রীশশাঙ্কশেখর পাত্রের নাতনীর শুভ অন্নপ্রাশণ ও নামকরণ অনুষ্ঠিত হয় আনন্দমার্গের চর্যাচর্য বিধি অনুযায়ী৷ মূল অনুষ্ঠানের পূর্বে ২৪ ঘণ্টা অখণ্ড ‘বাবানাম কেবলম্’ কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানটিতে পৌরোহিত্য করেন আনন্দমার্গ প্রচারক সংঘের বিশিষ্ট সন্ন্যাসী আচার্য সন্দৃপ্তানন্দ অবধূত৷ শিশুকন্যার নামকরণ করেন মহিলা শাখার মেদিনীপুর ডায়োসিস সেক্রেটারী দিদি৷ শিশুকন্যার নাম রাখা হয় ‘আদৃতা’৷ অনুষ্ঠান শেষে আনন্দমার্গ সমাজশাস্ত্র বিষয়ে আলোচনা করেন আচার্য সন্দৃপ্তানন্দ অবধূত৷ অনুষ্ঠান শেষে সহস্রাধিক ব্যষ্টিকে নারায়ণ সেবায় আপ্যায়িত করা হয়৷