সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ৯ই থেকে ১৩ই অক্টোবর আনন্দনগরে আনন্দমার্গ মহাবিদ্যালয়ে ৫ দিনের একটি আধ্যাত্মিক শিবির অনুষ্ঠিত হয়, মূলত আনন্দনগরের কলেজ ও উচ্চবিদ্যালয়ের ছাত্রদের নিয়ে এই শিবির অনুষ্ঠিত হয়৷ শিবিরের উদ্দেশ্য ছিল ছাত্রদের মধ্যে আদর্শ জীবন যাপনের প্রাত্যহিক চর্র্চ, সাধনা সেবা ও ত্যাগের মন্ত্রে ছাত্রদের দীক্ষিত করা হয়৷ ৫দিন ব্যাপী এই শিবিরে শুরু হত গুরুসকাস দিয়ে, পর্যায়ক্রমে প্রভাত ফেরী, ধবজবন্দনা, ধর্মচক্র, গুরুপূজা, ব্যাপক শৌচ, নীতিশিক্ষা প্রভৃতি বিষয় শিক্ষা দেওয়া হয়৷ প্রতিদিন সন্ধ্যায় বাবা কথা গল্প লেখা ও ছোটো নাটক প্রভৃতি চর্র্চ হত৷ এই শিবিরে প্রশিক্ষক ছিলেন আচার্য বিকাশানন্দ অবধূত, আচার্য সর্বেশ্বরানন্দ অবধূত, অবধূতিকা আনন্দরমা আচার্যা, ডঃ সুনন্দিতা ভৌমিক, ডঃ বিশ্বজিৎ ভৌমিক প্রমুখ৷