সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
পুরুলিয়া জেলার বাগমুণ্ডি ব্লকের গাগী গ্রামে সেবা দলের একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়৷ এখানে কয়েকশ’ ছাত্র-যুবককে যোগাসন, ধ্যান, জুডো, ক্যারাটে ও বিভিন্ন ধরণের সমাজসেবার প্রশিক্ষণ দেওয়া হয়৷ প্রায় শতাধিক ছাত্র এই প্রশিক্ষণ শিবিরে যোগ দিয়েছেন৷ প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আচার্য প্রত্যাগাত্মানন্দ অবধূত৷ জুডো, ক্যারাটে প্রশিক্ষক ছিলেন শ্রী জয়দেব মাহাত৷ যোগাভ্যাসের প্রশিক্ষণ দেন আচার্য সন্দৃপ্তানন্দ অবধূত, আচার্য অরিন্দমানন্দ অবধূত, আচার্য নবোদ্ভাসানন্দ অবধূত প্রমুখ৷
এছাড়া একটি চিকিৎসা শিবিরেরও আয়োজন করা হয়েছিল৷ সেখানে বেশ কিছু দুঃস্থ রোগীর চিকিৎসা করা হয় ও বিনামূল্যে ওষধ বিতরণ করা হয়৷