March 2021

আনন্দনগরে সেমিনার

গত ৫,৬ ও৭ই ফেব্রুয়ারী  ১ম ডায়োসিস স্তরের সেমিনার অনুষ্ঠিত হয় আনন্দনগরে৷ দুই শতর বেশী মার্গী ভাইবোন এই সেমিনারে অংশগ্রহণ করেন৷ সেমিনারে প্রশিক্ষক ছিলেন আচার্য কল্যাণেশ্বরানন্দ অবধূত ও আচার্য সর্বেশ্বরানন্দ অবধূত৷ তাঁরা আনন্দমার্গ দর্শনের সামাজিক -অর্থনৈতিক  আধ্যাত্মিক  বিষয়ের ওপর আলোচনা করেন৷

আনন্দনগরে ত্রাণ

গত ৮ই ফেব্রুয়ারী সেনকো গোল্ড এন্ড ডায়মণ্ডস ও শিবশক্তি যোগ সেবা মিশনের উদ্যোগে আনন্দনগর সংলগ্ণ ডিমডিহা, ছটকা,ঘাগরা, সীমাটাঁড় গ্রামে ত্রাণ কার্য করা হয়৷ গ্রামবাসীদের মধ্যে ধূতি ,শাড়ী, কম্বল, বাচ্চাদের পোষাক, খাদ্যদ্রব্য বিতরন করা হয়৷

 

অখণ্ড কীর্ত্তন

গত চিতমুগ্রাম নিবাসী সোমা কালিন্দি ও অরবিন্দ কালিন্দির পুত্র  গৌরনিতাই-এর জন্মদিন উপলক্ষ্যে তাঁদের বাসভবনে গত ৯ই ফেব্রুয়ারী ৬ঘন্টা অখণ্ড ‘বাবা নাম কেবলম্‌’ কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তন, মিলিত সাধনা ও স্বাধ্যায়ের পর একটি তত্ত্বসভা অনুষ্ঠিত হয়৷ উক্ত তত্ত্বসভায় আনন্দমার্গ দর্শনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন আচার্য সর্বেশ্বরানন্দ অবধূত, আচার্য মোহনানন্দ অবধূত, অবধূতিকা আনন্দসুমিতা আচার্যা, আচার্য মুক্তানন্দ অবধূত, আচার্য নারায়ণানন্দ অবধূত৷ পরিশেষে উপস্থিত  গ্রামবাসীদের মধ্যে কম্বল বিতরন করা হয়৷ উক্ত অনুষ্ঠানের স্থানীয় সকলেই ভূয়সী প্রশংসা করেন৷

আনন্দনগরে নীলকন্ঠ দিবস

গত ১২ই ফেব্রুয়ারী আনন্দনগরে মনারম আধ্যাত্মিক পরিবেশে নীলকন্ঠ দিবস পালিত হয়৷ এই উপলক্ষ্যে তিনঘন্টা অখণ্ড‘বাবা নাম কেবলম্‌’ কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ আনন্দনগর  সংলগ্ণ গ্রামগুলি থেকে বহু মার্গী ভাইবোন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন৷ কীর্ত্তন শেষে নীলকন্ঠ দিবসের বিশেষ তাৎপর্য ব্যাখা করে বলেন---আচার্য মুক্তানন্দ অবধূত ও আচার্য গুরুদত্তানন্দ অবধূত৷

দুমকা জেলায় সেমিনার

২৬,২৭,২৮ ফেব্রুয়ারী দুমকা জেলার কড়ুয়ায় বিশিষ্ট আনন্দমার্গী রত্নেশ শর্মার নবনির্মিত গৃহে আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ এই সভায় প্রশিক্ষক ছিলেন আচার্য বাসুদেবানন্দ অবধূত৷ তিনি মার্গদর্শনের সামাজিক আধ্যাত্মিক বিষয়ের ওপর আলোকপাত করেন৷ দুমকা ডায়োসিস সচিব আচার্য সিদ্ধিনাথানন্দ অবধূত ও স্থানীয় মার্গী ভাইবোনেরা আলোচনা সভার আয়োজন করেছিলেন৷ অনুরূপ আলোচনা সভা অনুষ্ঠিত হয় পূর্বমেদিনীপুরের কাঁথি আনন্দমার্গ স্কুলে৷ এখানে প্রশিক্ষক ছিলেন  আচার্য বিকাশানন্দ অবধূত৷ ব্যবস্থাপনায় ছিলেন আচার্য উদ্ভাষানন্দ অবধূত ও স্থানী মার্গী ভাইবোনেরা৷

মার্গীয় বিধিতে গৃহপ্রবেশ

গত ২৬শে ফেব্রুায়ারী বীরভূম জেলার খয়রাশোল গ্রামে বিশিষ্ট  আনন্দমার্গী ডাক্তার স্বরোজ পণ্ডিত ও তাঁর পরিবার নব নির্মিত গৃহে প্রবেশ করেন আনন্দমার্গের সমাজশাস্ত্র বিধি মেনে৷

এই উপলক্ষ্যে ডাক্তার পণ্ডিতের গৃহে তিনঘন্টা অখণ্ড ‘বাবা নাম কেবলম্‌’-কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তন শেষে আনন্দমার্গের আদর্শ ও সমাজশাস্ত্র বিষয়ের ওপর বক্তব্য রাখেন আচার্য প্রসূনানন্দ  অবধূত৷ গৃহপ্রবেশ অনুষ্ঠানে পৌরহিত্য করেন আচার্য দেবপমানন্দ অবধূত৷

ইন্দাসে পদার্পণ স্মরণে উৎসব

১৯৫৭ সালের ১৬ই ফেব্রুয়ারী বীরভূম জেলার ইন্দাসে পদার্পণ করেছিলেন পরম শ্রদ্ধেয় শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী৷ প্রতিবছর এই পবিত্র দিনটিকে স্মরণ করে ইন্দাসসহ বীরভূম জেলার বিভিন্ন প্রান্তের মার্গী ভাইবোনের সমবেত হয়ে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের আনন্দে মেতে উঠেন৷

হাওড়ায় নীলকন্ঠ দিবস পালন

হাওড়া ঃ গত ১২ই ফেব্রুয়ারী নীলকন্ঠ দিবস উপলক্ষ্যে ভুক্তিপ্রধান শ্রীসুব্রত সাহার উদ্যোগে একটি অটোতে মাইক লাগিয়ে,রানীহাটি মানিকপীর, আমতা কলাতলা, কলেজ মোড়, ঝিখিরা, উদং, তুলসীবেড়িয়া, উলুবেড়িয়া হাকোলা প্রভৃতি জেলার গুরুত্বপূর্ণ স্থানে সভা করে নীলকন্ঠ দিবসের তাৎপর্য ও মার্গের আদর্শ তুলে ধরা হয়৷ বক্তা ছিলেন ভুক্তি প্রধান শ্রী সুব্রত সাহা, মহাব্রতদেব, আচার্য স্বরূপ ব্রহ্মচারী, ভারতী কুণ্ডু দীপ্তি বিশ্বাস প্রমুখ৷

কৃষ্ণনগর আনন্দমার্গ স্কুলে নীলকন্ঠ দিবস পালন

নদীয়া ভুক্তি-কমিটির সদস্য-সদস্যা সহজেলার  সব দাদা-দিদির অকুন্ঠ সহযোগিতায় কৃষ্ণনগর শহরে ঘূর্ণী শ্যাঁকড়া পাড়া আনন্দমার্গ স্কুলে তিন শতাধিক ভক্তের উপস্থিতিতে সাড়ম্বরে পালিত হল ‘‘নীলকন্ঠ দিবস’’ ওই দিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে ভক্তবৃন্দ অনুষ্ঠান অঙ্গনে উপস্থিত হতে থাকেন৷ অবধূতিকা আনন্দ বিভূকনা আচার্যা, অবধূতিকা আনন্দ চিরমধুরা আচার্যা, আচার্য সত্যসাধনানন্দ অবধূত, ব্রহ্মচারিনী অনন্যা আচার্যা, মিঠু মুখার্জী, অনুপ্রিয়া দেব, তৃণা পাল, বৃন্দাবন বিশ্বাস, কৌশিক সরকার প্রমুখের পরিবেশনায় প্রভাত সঙ্গীত ও পরে এঁদের পরিচালনা সকাল ৯টা থেকে ১২ টা পর্যন্ত মানবমুক্তির মহামন্ত্র ‘‘বাবা নাম কেবলম্‌’’ অখণ

নদীয়া জেলার শিমুরালী আনন্দমার্গ স্কুলে অখণ্ড কীর্ত্তন

অধ্যক্ষা অবধূতিকা আনন্দ বিভূকনা আচার্যার উদ্যোগে ও আনন্দমার্গের সদস্য-সদস্যা বৃন্দ, বিদ্যালয়ের শিক্ষিকাবৃন্দের ঐকান্তিক সহযোগিতায় শিমুরালী আনন্দমার্গ স্কুল প্রাঙ্গনে নদীয়া জেলা ও তৎপার্শ্ববর্ত্তী জেলাগুলি থেকে আগত ৩০০ শতাধিক ভক্তের উপস্থিতিতে ভোর ছ’টা থেকে বেলা ১২টা পর্যন্ত ৬ঘন্টা ব্যাপী মানবমুক্তির মহামন্ত্র ‘‘বাবা নাম কেবলম্‌’’ অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তনের আধ্যাত্মিক তরঙ্গে মধুর সুরে আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে৷ কীর্ত্তনের মধুময় সুরে আকৃষ্ট হয়ে ভক্তবৃন্দ কীর্ত্তন অঙ্গনে উপস্থিত হতে থাকেন৷ কীর্ত্তন শেষে মিলিত সাধনা গুরুপূজা স্বাধ্যায় হয়৷ ভক্ত সমাবেশে আলোচনায় আনন্দমার্গের বিশিষ্ট সন