আগরতলা ঃ গত ১০,১১ ও ১২ই সেপ্ঢেম্বর আগরতলা ডায়োসিস স্তরের সেমিনার অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়া আনন্দমার্গ স্কুলে৷ ডায়েসিসের সর্বস্তরের মার্গী ভাই-বোনেরা এই সেমিনারে অংশগ্রহণ করেন৷ এছাড়া বিভিন্ন বিভাগের কর্মী সন্ন্যাসী সন্ন্যাসিনীরাও উপস্থিত ছিলেন৷ এই সেমিনারে প্রশিক্ষক ছিলেন আচার্য প্রসূনানন্দ অবধূত৷ তিনি আনন্দমার্গ দর্শনের আধ্যাত্মিক ও সামাজিক অর্থনৈতিক বিষয়ের ওপর আলোচনা করেন৷ আলোচ্য বিষয়গুলি ছিল জীবের পরমাগতি, শূদ্র বিপ্লব ও সদ্বিপ্র সমাজ, জীবনের সর্বক্ষেত্রে প্রয়োজন পুনর্জাগরণ ও সম্যক জীবন৷ তাত্ত্বিক আলোচনা ছাড়া প্রত্যহ দুইবেলা ব্যষ্টিগত ও সমষ্টিগত আধ্যাত্মিক অনুশীলন, প্রভাত