প্রভাত সঙ্গীত দিবস পালন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১৪ই সেপ্ঢেম্বর আনন্দনগর রোটান্ডায় প্রভাত সঙ্গীত দিবস উদ্‌যাপন করা হয়৷ দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই অনুষ্ঠানে আনন্দনগরের বিভিন্ন হোম ও হোস্টেলের ছাত্র-ছাত্রারা, স্থানীয় মার্গী ভাইবোন  ও স্থানীয় মানুষ অংশগ্রহণ করেন৷ এককভাবে প্রভাত সঙ্গীত পরিবেশন করেন ৩৫জন শিল্পী, প্রভাত সঙ্গীত অবলম্বনে নৃত্য পরিবেশন করেন ৯জন শিল্পী৷ এছাড়া ১২টি গোষ্ঠী সমবেতভাবে প্রভাত সঙ্গীত পরিবেশন করেন ও ৯টি গোষ্ঠী সমবেতভাবে প্রভাত সঙ্গীত অবলম্বনে নৃত্য পরিবেশন করেন৷ 

উল্লেখ্য ১৯৮২ সালের ১৪ই সেপ্ঢেম্বর প্রভাত সঙ্গীতের সূচনা করেন মহান দার্শনিক পরম শ্রদ্ধেয় শ্রীপ্রভাতরঞ্জন সরকারদেওঘরে ‘বন্ধু হে নিয়ে চল....’ গানের মাধ্যমে৷ মাত্র ৮ বছরে তিনি ৫০১৮টি গীত রচনা করেন ও সুরসংযোজন করেন৷