আনন্দমার্গের সেমিনার

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

আগরতলা ঃ গত ১০,১১ ও ১২ই সেপ্ঢেম্বর আগরতলা ডায়োসিস স্তরের সেমিনার অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়া আনন্দমার্গ স্কুলে৷ ডায়েসিসের সর্বস্তরের মার্গী ভাই-বোনেরা এই সেমিনারে অংশগ্রহণ করেন৷ এছাড়া বিভিন্ন বিভাগের কর্মী সন্ন্যাসী সন্ন্যাসিনীরাও উপস্থিত ছিলেন৷ এই সেমিনারে প্রশিক্ষক ছিলেন আচার্য প্রসূনানন্দ অবধূত৷ তিনি আনন্দমার্গ দর্শনের আধ্যাত্মিক ও সামাজিক  অর্থনৈতিক বিষয়ের ওপর আলোচনা করেন৷ আলোচ্য বিষয়গুলি ছিল জীবের পরমাগতি, শূদ্র বিপ্লব ও  সদ্‌বিপ্র সমাজ, জীবনের সর্বক্ষেত্রে প্রয়োজন পুনর্জাগরণ ও সম্যক জীবন৷ তাত্ত্বিক আলোচনা ছাড়া প্রত্যহ দুইবেলা ব্যষ্টিগত ও সমষ্টিগত আধ্যাত্মিক অনুশীলন, প্রভাতসঙ্গীত ও সমবেতভাবে কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ ১২ই সেপ্ঢেম্বর সাংঘটনিক আলোচনা হয় ও পরবর্তীস্তরের সেমিনারের ও অন্যান্য কর্মসূচী ঘোষণা করা হয়৷ তিন দিনব্যাপী সেমিনারের আয়োজক ছিলেন ডায়োসিস সেক্রেটারী আচার্য ব্রহ্মদেবানন্দ অবধূত ও স্থানীয় মার্গী ভাইবোনেরা৷

নেপাল ঃ গত ১০,১১ ও ১২ই সেপ্ঢেম্বর নেপালে ১ম ডায়োসিস স্তরের সেমিনার অনুষ্ঠিত হয় ধূলিখেলে ঃ এখানে  প্রশিক্ষক ছিলেন আচার্য বীতমোহানন্দ অবধূত৷

রাণীহাটীতে সেমিনার গত ২৫ ও ২৬শে সেপ্ঢেম্বর হাওড়া রাণীহাটিতে ডিটস্তরের সেমিনার অনুষ্ঠিত হয়৷ এখানে প্রশিক্ষক ছিলেন আচার্য অভিব্রতানন্দ অবধূত ও আচার্য নির্মলশিবানন্দ অবধূত৷ অনুষ্ঠানে প্রভাতসঙ্গীত ও কীর্ত্তন পরিবেশন করেন অবধূতিকা আনন্দ রূপলীনা আচার্যা, ব্রহ্মচারিনী রত্নদীপা আচার্যা, গুনাতীতা দত্ত প্রমুখ৷ সামাজিক অর্থনৈতিক দর্শনের ওপর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সমাজ আন্দোলনের অন্যতম নেতা শ্রী বকুল রায়৷ সেমিনারের আয়োজন পরিচালনায় ছিলেন আচার্য চিরঞ্জয়ানন্দ অবধূত ও ভুক্তি প্রধান সুব্রত সাহা৷

বনগাঁ ঃ  গত ১৮,১৯শে সেপ্ঢেম্বর  বনগাঁ আনন্দমার্গ  স্কুলে সেমিনার অনুষ্ঠিত হয়৷ প্রশিক্ষক ছিলেন আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত ও অবধূতিকা আনন্দ অন্বেষা আচার্যা৷ সেমিনার আয়োজনে ছিলেন ডায়োসিস সচিব আচার্য সত্যসাধনানন্দ অবধূত, ডিট এস আচার্য কৃষ্ণনাথানন্দ অবধূত ও স্থানীয় মার্গী ভাইবোনেরা৷

এছাড়া  জলপাইগুড়ি ডিটস্তরের সেমিনার অনুষ্ঠিত হয় ২৫ ও ২৬শে সেপ্ঢেম্বর৷

বালুরঘাটে ডিটস্তরের সেমিনার অনুষ্ঠিত হয় ২৫ ও ২৬শে সেপ্ঢেম্বর৷ প্রশিক্ষক ছিলেন আচার্য তথাগতানন্দ অবধূত৷

গত ২৬শে সেপ্ঢেম্বর বারাসাতে ডিটস্তরের সেমিনার  অনুষ্ঠিত হয়৷ প্রশিক্ষক ছিলেন আচার্য নির্মলশিবানন্দ অবধূত৷ ব্যারাকপুর ডিটস্তরের সেমিনার অনুষ্ঠিত হয় ১৮,১৯শে সেপ্ঢেম্বর প্রশিক্ষক আচার্য নির্মলশিবানন্দ অবধূত, আচার্য অমৃতবোধানন্দ অবধূত৷ সেমিনারের আয়োজন করেন আচার্য বাণীব্রত ব্রহ্মচারী ও মার্গী ভাইবোনেরা৷

কলকাতার রিজিয়ানে মুড়ি ডায়োসিসের সেমিনারনুষ্ঠিত হয় খেদাডি আনন্দ নিকেতন মাষ্টার ইয়ূনিটে৷